ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ১২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলে শুক্রবার ঢাকা ডায়নামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিক করে আলোচনায় এসেছেন আলিস আল ইসলাম। তৃতীয় বোলার হিসেবে বিপিএলে হ্যাটট্রিক করা আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে রংপুর রাইডার্স।

শুধু রংপুর রাইডার্স নয়, দুই দলের ম্যাচ পরিচালনা করা আম্পায়াররা সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ এনেছেন আলিসের বিরুদ্ধে। আম্পায়ারদের রিপোর্ট অনুযায়ী ঢাকার এই অফ স্পিনারের প্রতিটি ডেলিভারিতেই অ্যাকশন সন্দেহজন!

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রংপুর অভিযোগ তুলে বলেছে, ‘ঢাকা প্রথম বিভাগ লিগ খেলার সময় আলিসের বোলিং অ্যাকশন সন্দেহজনক ছিল। আলিসের ব্যাপারে আমাদের জানানো হয়েছিল, সে তার বোলিং অ্যাকশন শুধরে নিয়েছে; কিন্তু বাস্তবে তা হয়নি। আলিসের বোলিং দেখে আমাদের মনে হয়েছে পুরোপুরি শোধরাতে ব্যর্থ হয়েছেন তিনি। বিশেষ করে দুসরা ডেলিভারিতে তার কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়।’

২২ বছর বয়সি অফ স্পিনার আলিসের বাড়ি ঢাকার সাভারের বলিয়ারপুরে। ক্রিকেট খেলা শুরু করেন ২০১৪ সালে কাঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাবের হয়ে। এরপর কয়েক বছর খেলেছেন দ্বিতীয় বিভাগে। তারপর প্রথম বিভাগে। তারপর এই বিপিএল। প্রথমে ঢাকা ডায়নামাইটসের নেট বোলার ছিলেন আলিস। সেখানেই ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজনের নজর কাড়েন তিনি। এরপরই সুযোগ পান দলে। বিপিএল অভিষেক তো বটেই, প্রথম কোনো স্বীকৃত ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিকসহ নিয়েছেন ৪ উইকেট।

আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রথম বিভাগ খেলার সময়ই সন্দেহ প্রকাশ করা হয়। কিন্তু সে সম্পর্কে কিছুই জানেন না বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির প্রধান জালাল ইউনুস। তার দাবি, ‘প্রথম বিভাগে ওর বোলিং নিয়ে কোনো আম্পায়ার কোনো রিপোর্ট করেনি। রিপোর্ট না ওঠায় সংশোধনের প্রশ্ন উঠছে না।’

তবে গতকালের ম্যাচের বোলিং অ্যাকশনের বিরুদ্ধে যে আম্পায়াররা রিপোর্ট করেছেন তা নিশ্চিত করেছেন জালাল ইউনুস। তিনি বলেছেন,‘আম্পায়াররা বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেছেন।আপাতত ১৪ দিন খেলতে পারবে। ১৪ দিনের মধ্যে অ্যাকশনে সমস্যা ধরা পড়লে ঘরোয়া ক্রিকেটের নিয়ম অনুযায়ী তাকে নিষিদ্ধ করা হবে।’

নেট বোলার থেকে মূল মঞ্চে মাঠে নেমে সবাইকে অবাক করেছেন আলিস। কিন্তু সাফল্যের গল্পে থেকে গেল ‘বিতর্ক’।



রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়