ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১৮ জানুয়ারি শুরু প্রিমিয়ার লিগ ফুটবল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ১২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৮ জানুয়ারি শুরু প্রিমিয়ার লিগ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ২০১৮-১৯ মৌসুম শুরু হবে আগামী ১৮ জানুয়ারি থেকে। যেখানে ১৩টি দল অংশ নিবে। এবার প্রিমিয়ার লিগের খেলাগুলো দেশের ৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আর ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ-২০১৮-১৯’ শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। আজ শনিবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে অনুষ্ঠিত পেশাদার ফুটবল লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রিমিয়ার লিগের ভেন্যুগুলোর মধ্যে রয়েছে-ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম, গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়াম, নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম,  নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম। প্রিমিয়ার লিগে অংশ নিতে যাওয়া দলগুলো হল চট্টগ্রাম আবাহনী, আরামবাগ ক্রীড়া সংঘ, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, সাইফ স্পোর্টিং, ব্রাদার্স ইউনিয়ন, টিম বিজেএমসি, ঢাকা আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও নোফেল স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের  খেলাসমূহ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামেঅনুষ্ঠিত হবে।

পেশাদার ফুটবল লিগ কমিটির এই সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শদী, এমপি। সভায় উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০১৮-১৯’ এ অংশগ্রহণকারী ক্লাবসমূহের প্রতিনিধিবৃন্দ ও ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ-২০১৮-১৯’ এ অংশগ্রহণকারী ক্লাবসমূহের প্রতিনিধিবৃন্দ।



রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়