ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সিলেটের নতুন অধিনায়ক সোহেল তানভীর

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ২২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটের নতুন অধিনায়ক সোহেল তানভীর

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে : চোট নিয়ে অস্ট্রেলিয়া ফিরে গেছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দলের নতুন অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের পেসার সোহেল তানভীরকে।

অধিনায়কত্ব তানভীরের জন্য অবশ্য নতুন নয়। তার ওপর আস্থা রাখায় ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞ তিনি। মিরপুর একাডেমি মাঠে মঙ্গলবার অনুশীলনের ফাঁকে তানভীর বলেছেন, ‘আমি অনেকবার এটা (অধিনায়কত্ব) করেছি, পাকিস্তানে স্থানীয় দলের হয়ে করেছি, কানাডা লিগেও করেছি। সুতরাং আমার কাছে এটা নতুন কিছু নয়।’

‘আমি সম্মানিত বোধ করছি এবং ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার সামর্থ্যে বিশ্রাম রেখেছে। আমি পাকিস্তান দলে ওয়াকার (ইউনিস) ভাইয়ের সঙ্গে কাজ করেছি। ফলে এখানে ভাষাগত সমস্যাও হবে না।’

সিলেট ওয়ার্নারের অভাব অনুভব করবে বলেও জানালেন তানভীর, ‘হ্যাঁ, আমরা ওয়ার্নারকে মিস করব। শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, সে ভালো একজন নেতাও, সে ডাগ আউটেও অনেক সক্রিয়। সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, রান করেছে। ব্যাকআপ হিসেবে অবশ্য আমাদের জেসন রয় আছে, বেঞ্চে ছেলেরা বসে আছে।’

প্রথম সাত ম্যাচে মাত্র দুটিতে জিতে পয়েন্ট টেবিলে সাত দলের মধ্যে ছয়ে আছে সিলেট। তবে এখনো সেরা চারে থেকে প্লে-অফে খেলার আশায় সিলেটের নতুন অধিনায়ক, ‘আমরা এখন একটি করে ম্যাচ নিয়ে ভাবছি। আমাদের এখনো পাঁচ ম্যাচ বাকি আছে, প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে কমপক্ষে তিন-চারটি ম্যাচ আমাদের জিততে হবে। আমি ছেলেদের বলেছি, আমরা যদি টানা দুই-তিন ম্যাচ হারতে পারি, তাহলে টানা দুই-তিন ম্যাচ জিততেও পারি।’



রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়