ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ষষ্ঠ জাতীয় বেসবল প্রতিযোগিতা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ১২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ষষ্ঠ জাতীয় বেসবল প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের ব্যাবস্থাপনায় ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন ষষ্ঠ জাতীয় বেসবল প্রতিযোগিতা-২০১৯’। এবারের এই প্রতিযোগিতায় সার্ভিসেস দলসহ আটটি দল অংশ নিবে।

প্রতিযোগিতার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ২০ ফেব্রুয়ারি থেকে পল্টন মাঠে শুরু হবে পুরুষদের জাতীয় বেসবল টুর্নামেন্ট। সার্ভিসেস দলগুলোসহ মোট আটটি দল অংশ নিবে এবারের এই প্রতিযোগিতায়। এবারও এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেওয়ায় ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। তারা সব সময়ই বেসবলের পাশে আছে। বেসবলের উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

ওয়ালটন প্রতিযোগিতার বিষয়ে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দিনের। প্রথম থেকেই চেষ্টা করেছি বেসবলকে আরো এগিয়ে নেওয়ার জন্য। নারী ও পুরুষদের জাতীয় এবং বেসবলের অন্যান্য টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হচ্ছি। সেটার ধারাবাহিকতায় পুরুষদের জাতীয় বেসবলের পৃষ্ঠপোষকতা করছি। আশা করছি আরো জমজমাট একটি টুর্নামেন্ট হবে।’

এই প্রতিযোগিতার সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।



রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়