ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আয়াক্সের বিপক্ষে রোনালদোকে নিয়ে আশাবাদী কোচ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৪, ৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আয়াক্সের বিপক্ষে রোনালদোকে নিয়ে আশাবাদী কোচ

ক্রীড়া ডেস্ক: পর্তুগালের হয়ে ইউরো বাছাইয়ে খেলতে গিয়ে চোটকে সঙ্গী করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। চোটের কারণে জুভেন্টাসের হয়ে সিরি’আয় শেষ তিন ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে পেতে আশাবাদী কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি।

আন্তর্জাতিক বিরতির আগেই জুভেন্টাসের হয়ে দুই ম্যাচে বিশ্রামে ছিলেন রোনালদো। এরপর ইউরো বাছাইয়ে সার্বিয়ার বিপক্ষে চোট পাওয়ায় ক্লাবের হয়ে পরের তিন ম্যাচেও তাকে মাঠে দেখেনি ভক্তরা। তবে আয়াক্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়ার প্রত্যাশা সবার।

চ্যাম্পিয়নস লিগে গুরুত্বপূর্ণ ওই ম্যাচের আগে জুভেন্টাসের অনুশীলনে ফিরেছেন রোনালদো। আগামী বুধবার বাংলাদেশ সময় রাত একটায় আয়াক্সের মাঠে খেলতে নামবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। দলের সেরা তারকাকে নিয়ে শঙ্কা থাকলেও তাকে পাওয়ার আশা ছাড়াছেন না জুভেন্টাস কোচ।

‘রোনালদো সবসময় প্রস্তুত। বুধবার আয়াক্সের বিপক্ষে তাকে পাওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। রোনালদো সুস্থ হয়ে উঠছে। আয়াক্সের বিপক্ষে তাকে খেলতে দেখার ভালো সম্ভাবনা আছে। তবে এই দিন পর্যন্ত অপেক্ষা করা যাক।’

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে অসাধারণ এ হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিলেন রোনালদো। ফলে বুধবার আমস্টারডার্মে শেষ আটের প্রথম লেগে পর্তুগিজ যুবরাজকে দেখার অপেক্ষায় রয়েছে ভক্তরা।



রাইজিংবিডি/ঢাকা/৮ এপ্রিল ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়