ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইউরোপা লিগের সেমিতে চেলসি-আর্সেনাল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩১, ১৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউরোপা লিগের সেমিতে চেলসি-আর্সেনাল

ক্রীড়া ডেস্ক: উয়েফা ইউরোপা লিগের ভিন্ন ভিন্ন ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল ও চেলসি। ইতালিয়ান ক্লাব নাপোলিকে হারিয়ে এ প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে আর্সেনাল। অপর ম্যাচে স্লাভিয়া প্রাগকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংলিশ লিগের আরেক ক্লাব চেলসি।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল আর্সেনাল। ফিরতি লেগে গতকাল নাপোলির মাঠে খেলতে গিয়েও জয় নিয়ে ফিরছে তারা। এস্তাদিও সান পাওলোতে ১-০ ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে সেমির টিকিট পেয়েছে তারা।

শেষ আটের প্রথম দেখায় চেক রিপালিকের দল স্লাভিয়া প্রাগের মাঠে ১-০ গোলে জয় পেয়েছিল চেলসি। ফিরতি লেগে স্টামফোর্ড ব্রিজে তারা জয় পেয়েছে ৪-৩ গোলে। তাতে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে ইউরোপো লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্লুজরা।

সান পাওলোতে গতকাল ম্যাচের ৩৫তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। গানাদের হয়ে এ সময় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড আলেকসঁদ লাকাজেত। ফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের দল ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ভিয়ারিয়ালকে ৫-১ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে ভ্যালেন্সিয়া।



এদিকে স্টামফোর্ড ব্রিজে প্রথম ১৭ মিনিটের মধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। পঞ্চম মিনিটে পেদ্রোর গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার চার মিনিট পর আত্মঘাতী গোল করে বসেন স্লাভিয়ার ডিফেন্ডার সিমোন ডেলি। আর ১৭তম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে দলের তৃতীয় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড অলিভিয়ে জিরু।

ম্যাচের ২৫তম মিনিটে হেডে ব্যবধান কমান চেক রিপাবলিকের মিডফিল্ডার তমাস সুচেক। তবে দুই মিনিট পরেই পেদ্রো কাছ থেকে লক্ষ্যভেদ করলে আবারও তিন গোলের ব্যবধানে এগিয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে পেতর শেভচিক স্কোরলাইন ৪-২ করেন। তিন মিনিট পর এই চেক মিডফিল্ডার ব্যবধান আরও কমালে রোমাঞ্চকর শেষের সম্ভাবনা জাগে। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় বিপদ হয়নি ব্লুজদের।

সেমিফাইনালের মঞ্চে চেলসির প্রতিপক্ষ জার্মানির ক্লাব অ্যানট্রাখট ফ্রাঙ্কফুর্ট।




রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়