ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বার্সাকে অপেক্ষায় রাখল অ্যাটলেটিকো

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২০, ২৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্সাকে অপেক্ষায় রাখল অ্যাটলেটিকো

ক্রীড়া ডেস্ক : ভ্যালেন্সিয়ার বিপক্ষে বুধবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ হারলেই বার্সেলোনার লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে যেত। তবে বার্সেলোনাকে আরো দিন তিনেক অপেক্ষায় রাখল অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে হারিয়েছে দিয়েগো সিমিওনের দল।

ওয়ান্ডা মেট্রোপলিতানোতে ম্যাচের নবম মিনিটেই আলভারো মোরাতার গোলে এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো। ৩৬ মিনিটে নিজের সাবেক দলের বিপক্ষে গোল করে ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান কেভিন গামেইরো।

৪৯ মিনিটে লিড পুনরুদ্ধার করে অ্যাটলেটিকো। এবার দলকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান। ৭৭ মিনিটে দানি পারেজোর পেনাল্টি গোলে ২-২ সমতা ফেরায় অ্যাটলেটিকো। হ্যান্ডবলের পর ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

তখন ড্রয়ের স্বপ্নই দেখছিল অতিথিরা। তবে ৮১ মিনিটে তাদের সেই স্বপ্ন গুঁড়িয়ে দেন অ্যাঙ্গেল কোরেয়া। আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোলেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এই জয়ে ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো। ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আগের দিন আলাভেসকে ২-০ গোলে হারানো বার্সেলোনা। ম্যাচ বাকি আর চারটি।

আগামী শনিবার ঘরের মাঠে লেভান্তেকে হারালেই টানা দ্বিতীয় এবং শেষ ১১ মৌসুমে অষ্টম লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। অবশ্য কাতালানরা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে মাঠে নামার আগেই, যদি দিনের প্রথম ম্যাচে অ্যাটলেটিকো রিয়াল ভায়োদোলিদের কাছে হেরে যায়।




রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়