ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘শ্রেণিচেতনাকে আড়াল করার ষড়যন্ত্র চলছে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শ্রেণিচেতনাকে আড়াল করার ষড়যন্ত্র চলছে’

নিজস্ব প্রতিবেদক : মালিক ও শ্রমিক মিলেমিশে মে দিবস পালনের মাধ্যমে শ্রেণিচেতনাকে আড়াল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন শ্রমিকনেতারা।

বুধবার রাজধানীর গুলিস্তানে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে এ অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, মে দিবস হচ্ছে শ্রমিক শ্রেণির নিজস্ব দিন। এই দিনে শ্রমিক শ্রেণির সংহতি, সংগ্রাম ও শপথের দিন। শ্রমিক শ্রেণির রক্তে রঞ্জিত এই দিনের চেতনা ভুলিয়ে দিতে সাম্রাজ্যবাদ ও তার দালালরা মালিক-শ্রমিক মিলেমিশে মে দিবস পালনের মাধ্যমে মে দিবসের শ্রেণিচেতনাকে আড়াল করতে ষড়যন্ত্র-চক্রান্ত করে চলেছে। আজ তাই শ্রমিক শ্রেণিকে নিজ শক্তির প্রতি আস্থা স্থাপন করতে হবে। কারণ, প্রচলিত সমাজব্যবস্থায় সরকার হচ্ছে মালিক শ্রেণির সংস্থা।

তারা আরো বলেন, আমাদের দেশে ক্ষমতাসীন সকল সরকারই মালিক গোষ্ঠির স্বার্থ রক্ষা করায় ব্যক্তি মালিকানাধীন শিল্পে ৮ ঘণ্টা কর্ম দিবস কার্যকর নেই বললেই চলে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে ৮ ঘণ্টা শ্রম দিবসের দাবিসহ শ্রমিক শ্রেণির অর্জিত অধিকার হরণ করাসহ সকল সংকটের বোঝা চাপিয়ে দিচ্ছে শ্রমিক শ্রেণির কাঁধে। আজ তাই প্রয়োজন অর্জিত অধিকার রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিসহ পুঁজির শোষণের বিরুদ্ধে আর স্বৈরতন্ত্র উচ্ছেদে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলা।



শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি শ্রমিকনেতা হাবীব উল্লা, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. এম জাহাঙ্গীর হুসাইন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূইয়া, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. খলিলুর রহমান, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. ইয়াসিন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান খান, ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘের আহ্বায়ক আহমেদ সুজন।

সমাবেশ শুরুর আগে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ লাল পতাকা সহকারে নানা স্লোগান দিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়। সমাবেশের শুরুতেই মে দিবসে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।




রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৯/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়