ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আয়ারল্যান্ডের বালবির্নিকে আইসিসির তিরস্কার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ১৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আয়ারল্যান্ডের বালবির্নিকে আইসিসির তিরস্কার

ক্রীড়া ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে শাস্তি পেলেন অ্যান্ডি বালবির্নি। আয়ারল্যান্ডের এই ব্যাটসম্যানকে তিরস্কার করেছে আইসিসি। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও জমা হয়েছে তার নামের পাশে।

ঘটনাটা বুধবার ডাবলিনে আয়ারল্যান্ডের ইনিংসের ১০তম ওভারে। বালবির্নিকে কট বিহাইন্ডের আউট দেন আম্পায়ার। আবু জায়েদ রাহীর লেগ স্টাম্পের বাইরের বল ব্যাটে খেলতে পারেননি বালবির্নি। বল তার গ্লাভসে লেগে উইকেটকিপার মুশফিকুর রহিমের হাতে জমা হয়। মাঠ ছাড়ার সময় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বালবির্নি।

বৃহস্পতিবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বালবির্নির শাস্তির কথা জানায়। খেলা শেষে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে নিজের দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন বালবির্নি। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

ওই ম্যাচে ২৯৩ রানের লক্ষ্য তাড়ায় আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। শুক্রবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।




রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়