ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জুলাইয়ে মাঠে ফিরতে আশাবাদী মোশাররফ রুবেল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২৭ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জুলাইয়ে মাঠে ফিরতে আশাবাদী মোশাররফ রুবেল

ক্রীড়া ডেস্ক: মস্তিষ্কে টিউমারের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। এমন জটিল অস্ত্রোপচারের পর আবারো মাঠে ফিরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তার ঘনিষ্ট এক বন্ধু জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ে মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী রুবেল।

রুবেলের অবস্থার উন্নতি নিয়ে তার ঘনিষ্ট বন্ধু বলেন, ‘রুবেল এখন আগের চেয়ে ভালো আছে। তার চিকিৎসা চলছে। সে শীঘ্রই সুস্থ হয়ে উঠবে, চিকিৎসার পাশাপাশি নিজেকে ফিট রাখতে জিম করছে। সে আসন্ন মৌসুমের জুলাইয়ে মাঠে ফিরতে আশাবাদী।’

গত ১৯ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুবেলের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়। তাকে তখন শঙ্কামুক্ত বলার উপায় ছিল না। অস্ত্রোপচারের পর বায়োপসি রিপোর্টে মস্তিষ্কে ক্যান্সারের জীবাণু না পাওয়ায় শঙ্কা মুক্ত হন তিনি।

বাংলাদেশের হয়ে পাঁচটি ওয়ানডে খেলেছেন রুবেল। খেলেছেন ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ। ৩৭ বছর বয়সি এই বাঁহাতি স্পিনার পুরোপুরি সুস্থ হয়ে আবার মাঠে ফিরবেন, এটাই সবার প্রত্যাশা।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ