ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সন্ধ্যায় বিশ্বকাপ বাছাইপর্বে লাওসের মুখোমুখি বাংলাদেশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩০, ১১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সন্ধ্যায় বিশ্বকাপ বাছাইপর্বে লাওসের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ২০২২ কাতার বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বের ফিরতি লেগে আজ মঙ্গলবার সন্ধ্যায় লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

লাওসের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে বাংলাদেশ অবশ্য ১-০ গোলে জয় পেয়েছে। এবারর ঘরের মাঠে কোনোভাবে হার এড়াতে পারলেই মূল বাছাইপর্বে জায়গা করে নিবে জিমি ডে’র শিষ্যরা। অবশ্য প্রথম লেগে লাওসের বেশ কিছু ভালো খেলোয়াড় খেলতে পারেননি। কারণ, তারা থাইল্যান্ডের লিগে খেলেন। সেখান থেকে ছাড়পত্র পাননি। ফিরতি লেগে তারা খেলবেন। সেক্ষেত্রে এই ম্যাচটি বেশ কঠিন হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য।

অবশ্য এই ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশের আগামী দুই বছরের ফুটবল ভবিষ্যত। যদি এই ম্যাচে কোনোভাবে হার এড়াতে পারে বাংলাদেশ তাহলে পরের রাউন্ডে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ৮টি ম্যাচ খেলার সুযোগ পাবে। আর হেরে গেলে পরবর্তী দুই বছরে কোনো ফুটবল সূচি আপাতত নেই। সেক্ষেত্রে আবারো দুই বছরের জন্য নির্বাসনে চলে যেতে পারে বাংলাদেশের ফুটবল।

অবশ্য আজ ড্র নয়, জয়ের জন্যই খেলবে বাংলাদেশ। যেমনটা বলেছেন বাংলাদেশের কোচ জিমি ডে, ‘আমরা অবশ্য জয়ের জন্যই খেলব। ড্রয়ের জন্য নয়। আমরা জিততে চাই। শুরুতে একটা গোল পেলে অবশ্যই ভালো হবে।’



অধিনায়ক জামাল ভুঁইয়া জানিয়েছেন দলের সবাই বেশ উজ্জীবিত, ‘দলের সবাই বেশ উজ্জীবিত, অনুপ্রাণিত। আর ভবিষ্যতে কী হবে সেটা নিয়ে আমরা ভাবছি না। আমরা কেবল আজকের ম্যাচ নিয়েই ভাবছি।’

লাওসের কোচ সুন্দ্রাম মোর্থি অবশ্য বাংলাদেশের দর্শকদের সামনে দেখিয়ে দেওয়ার প্রবণতার কথা বলেছেন। পাশাপাশি তিনি প্রথম লেগের হারের বিষয়টিও মেনে নিয়েছেন, ‘আসলে ফুটবলে এমনটা হয়। আপনি যা প্রত্যাশা করবেন সেই মাফিক সবকিছু নাও হতে পারে। আর যেহেতু বাংলাদেশের মাঠে খেলা। অনেক দর্শক আসবে। এসব ক্ষেত্রে হয় কি প্রচুর দর্শকের সামনে দেখিয়ে দেওয়ার একটা প্রবণতা কাজ করে খেলোয়াড়দের মধ্যে। এখানে আমাদের কোনো প্রত্যাশার চাপ নেই। আশা করছি ভালো করবে আমাদের ছেলেরা।’



রাইজিংবিডি/ঢাকা/১১ জুন ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়