ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুই চমক রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের সূচি প্রকাশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ১৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই চমক রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগ ২০১৯-২০ মৌসুমের সূচি প্রকাশিত হয়েছে। ৯ আগস্ট শুক্রবার নতুন মৌসুম শুরু হবে লিভারপুল-নরউইচের ম্যাচ দিয়ে। লিভারপুলের ঘরের মাঠে হবে ম্যাচটি।

পরদিন বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মাঠে নামবে। তাদের প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম। একই দিন আরো ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তার মধ্যে প্রিমিয়ার লিগে আসা অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড খেলবে টটেনহ্যাম ও বোর্নমাউথের বিপক্ষে।

অবশ্য এবারের প্রিমিয়ার লিগে দুটি চমক রয়েছে। তার একটি মিড-সিজন বিরতি। অপরটি ভিএআর। প্রিমিয়ার লিগের ইতিহাসে এবারই প্রথম মিড-সিজন বিরতি থাকবে ফেব্রুয়ারিতে। যেখানে প্রতিটি দল এক সপ্তাহের বিরতি পাবে। পাশাপাশি প্রথমবারের মতো ব্যবহৃত হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। 

এবারের প্রিমিয়ার লিগে মোট ৩৮০টি ম্যাচ হবে।

এদিকে প্রিমিয়ার লিগের চারটি দল সরাসরি উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলবে। তাদের মধ্যে রয়েছে চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার। ১৭ ও ১৮ সেপ্টেম্বর তারা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলবে।



রাইজিংবিডি/ঢাকা/১৩ জুন ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়