ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উরুগুয়ের সহজ জয়, প্যারাগুয়ের বিপক্ষে ড্র করে চমক কাতারের

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২০, ১৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উরুগুয়ের সহজ জয়, প্যারাগুয়ের বিপক্ষে ড্র করে চমক কাতারের

ক্রীড়া ডেস্ক: কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে ইকুয়েডরকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ম্যাচের মাত্র ৬ মিনিটেই নিকোলাস লোদেইরোর গোলে এগিয়ে যায় অস্কার তাবারেজের শিষ্যরা। ২৩ মিনিটে ইচ্ছাকৃত হ্যান্ডবলের জন্য হোসে কিন্তেরো লাল কার্ড দেখলে দুর্দশা আরো বাড়ে ইকুয়েডর এর। এরপর ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে উরুগুয়ের হয়ে একে একে স্কোরশিটে নাম লেখান তারকা স্ট্রাইকার কাভানি, সুয়ারেজ। ম্যাচের আর ১২ মিনিট বাকি থাকতে আর্তুরো মিনার আত্মঘাতি গোলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।

উরুগুয়ের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার জাপানের বিপক্ষে।

দিনের অপর ম্যাচে প্যারাগুয়ের সাথে ২-২ গোলে ড্র করে চমক দেখিয়েছে আমন্ত্রিত দল হিসেবে খেলতে যাওয়া দেশ কাতার। ৫৬ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পরেও ম্যাচের শেষদিকে ৬৮ মিনিটে আলমোয়েজ আলির লক্ষ্যভেদ আর ৭৭ মিনিটে রদ্রিগো রোহাসের আত্মঘাতি গোলে অসাধারন প্রত্যাবর্তন করে শেষ পর্যন্ত এক পয়েন্ট পকেটে পুরে মাঠ ছাড়ে এশিয়ান চ্যাম্পিয়নরা।

আগামী বুধবার প্যারাগুয়ের পরবর্তী ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে আর কাতার খেলবে কলম্বিয়ার বিপক্ষে।




রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৯/নুরুল  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়