ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উরুগুয়েকে রুখে দিল জাপান

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪২, ২১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উরুগুয়েকে রুখে দিল জাপান

ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকায় সবচেয়ে বেশি শিরোপা জয়ী উরুগুয়ে ফেবারিট হিসেবে ব্রাজিলে খেলতে এসেছে। তবে শক্তিশালী উরুগুয়েকে এবার থামিয়ে দিল প্রথমবারের মতো কোপায় খেলার সুযোগ পাওয়া জাপান।

কোপা আমেরিকার ‘সি’ গ্রুপে শুক্রবার ভোরে মুখোমুখি হয় উরুগুয়ে ও জাপান। গ্রেমিওতে গড়ানো দুই দলের মধ্যকার এ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

ম্যাচের প্রথম থেকেই জাপানের উপর চাপ বজায় রাখলেও নিজেদের রক্ষণ খুব একটা ভালো সামলাতে পারেনি উরুগুয়ে। ম্যাচের ২৫ মিনিটেই প্রথম গোল হজম করে উরুগুয়ে। কোজি মিওশি জাপানের হয়ে গোলটি করেন।

শুরুতেই এমন ধাক্কার পর হুশ ফিরে উরুগুয়ের। গোল পরিশোধে অবশ্য বেশি সময় নেয়নি তারা। ৩২তম মিনিটে তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজের পা থেকে আসে সমতা সূচক গোলটি। ১-১ গোলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

বিশ্রাম শেষে ম্যাচের ৫৯তম মিনিটে আবারও এগিয়ে যায় জাপান। ‘সামুরাই  ব্লু’ দের হয়ে এ গোলটিও করেন মিওশি। তবে ৬৬তম মিনিটে আবারও সমতায় ফেরে উরুগুয়ে। অস্কার তারারেজের দলের হয়ে এ গোলটি উপহার দেন জস গিমেঞ্জ।

ম্যাচের বাকি সময়ে আর কেউ গোলের দেখা পায়নি। ফলে ২-২ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্র নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে উরুগুয়ে। তাদের সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে জাপান।




রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়