ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খুলনায় আজ শুরু বাংলাদেশ-আফগান সিরিজ

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় আজ শুরু বাংলাদেশ-আফগান সিরিজ

আব্দুল্লাহ এম রুবেল : বিশ্বকাপে বাংলাদেশ দল শুক্রবার নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে। একই দিন শুরু হচ্ছে শুরু হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল ও আফগানিস্তান ‘এ’ দলের সিরিজ। সিরিজে ২টি ৪দিনের ম্যাচ ও ৫টি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই দলের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচটি শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে।

বিশ্বকাপে জায়গা না পাওয়া বেশ কয়েকজন ও উঠতি ক্রিকেটারদের নিয়ে গঠন করা হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। একইভাবে আফগানিস্তান ‘এ’ দলেও রয়েছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। দুই দলের অধিনায়কই সিরিজ জয়ের কথা জানিয়েছেন। ম্যাচের আগে বৃহস্পতিবার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ ‘এ’ দল ও আফগানিস্তান ‘এ’ দল।

বাংলাদেশ দলের অধিনায়ক ইমরুল কায়েস সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বলেছেন, ‘প্রতিটি দলই জয়ের জন্য মাঠে নামে। মাঠে বেটার ক্রিকেটার খেললে আমরাই জিতব। এই দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। যাদের ম্যাচ জয়ের সক্ষমতা রয়েছে। আমরা নিজেদের সেরাটা দিয়েই মাঠে খেলব। তাতে জয় আমাদেরই হবে। আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। সব ঠিক থাকলে আমরাই সিরিজ জিতব।’

এই ধরনের সিরিজে ব্যাক্তিগত পারফরমেন্সের দিকেও চোখ থাকবে দলের ক্রিকেটারদের। সেই লক্ষ্যের কথা বলতে গিয়ে ইমরুল বলেন, ‘সামনে জাতীয় দলের বেশ কিছু সিরিজ রয়েছে। এখানে ভালো করতে পারলে পরবর্তীতে তারাও জাতীয় দলের জন্য যোগ্য হবে। সেটাও মাথায় আছে ক্রিকেটারদের। সব মিলিয়ে ভলো একটা লড়াই হবে বলে প্রত্যাশা করছি।’

একই রকম প্রত্যাশার কথা জানিয়েছেন আফগানিস্তান ‘এ’ দলের অধিনায়ক নাসির জামাল। তিনি বলেছেন, ‘আমাদের লক্ষ্যই হচ্ছে ম্যাচ জয়। জাতীয় দলের খেলার অভিজ্ঞতা সম্পন্ন দুইজন ক্রিকেটার রয়েছেন আমাদের দলে। বেশ কয়েকজন তরুণ উঠতি ক্রিকেটারও আছে। আমাদের দলটা বেশ ভালোই ব্যালান্সড। এই কারণে আমরাও জয়ের জন্যই মাঠে নামব।’

আফগানিস্তানের এই দলটি থেকে ভবিষ্যতে জাতীয় দলকে সাপোর্ট দেওয়ার মতো বেশ কয়েকজন ক্রিকেটার আছে বলে জানান অধিনায়ক জামাল। তিনি বলেন এ ধরনের সিরিজ ক্রিকেটারদের অনেক উপকার করে। দুই দলের বোর্ডকে এ সিরিজ আয়োজনের জন্য ধন্যবাদও জানান তিনি।

প্রথম চারদিনের ম্যাচের পর ১২ জুলাই থেকে চট্টগ্রামে দ্বিতীয় চারদিনের ম্যাচ। একই ভেন্যুতে ১৯, ২১ ও ২৪ জুলাই প্রথম তিনটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ দুইটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ জুলাই সাভারের বিকেএসপিতে।


রাইজিংবিডি/খুলনা/৪ জুলাই ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়