ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কোপা আমেরিকার ফাইনালে আজ ব্রাজিলের প্রতিপক্ষ পেরু

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৩, ৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোপা আমেরিকার ফাইনালে আজ ব্রাজিলের প্রতিপক্ষ পেরু

ক্রীড়া ডেস্ক: এক যুগ পর ব্রাজিল নাকি চার দশক পর পেরু? ব্রাজিলের নবম নাকি পেরুর তৃতীয়?

কে জিতবে বিশ্বের সবচেয়ে প্রাচীন এই ফুটবল টুর্নামেন্টের বর্তমান আসরের শিরোপা? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আজ রাত পর্যন্ত। কোপা আমেরিকা ২০১৯ এর ফাইনালে ঐতিহাসিক মারাকানায় আজ রাতে পরস্পরের মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল ও পেরু। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়।

এ পর্যন্ত আট বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে ব্রাজিল যার সর্বশেষটি ২০০৭ সালে আর পেরুর ঘরে গেছে দুই শিরোপা সর্বশেষ ১৯৭৫ সালে।

টুর্নামেন্টের আগেই দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে হারিয়ে বড়সড় ধাক্কা খাওয়া ব্রাজিল দলে খুব কমই টের পাওয়া গেছে নেইমারের অনুপস্থিতি। কৌতিনহো, জেসুস, ফিরমিনোদের দলগত পারফরম্যান্সে যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে তারা।  গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে উঠার পর প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে জয় পায় তিতের দল। সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারায় ২-০ গোলে। টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি গোলও খায়নি ব্রাজিল।  এছাড়া সব মিলিয়ে গত ৭ ম্যাচে ব্রাজিলের রক্ষনদুর্গ ভেদ করে গোল করতে পারেনি কোন দল।

স্বাগতিক হিসেবে কোপা আমেরিকায় ৪ বার অংশগ্রহন করে প্রতিবারই শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। ঘরের মাঠে আরেকবার শিরোপার উল্লাসে মাততে আজকের ফাইনালেও তাই ব্রাজিলই ফেবারিট।

তবে গ্রুপ পর্বের দেখায় ব্রাজিলের বিপক্ষে ০-৫ গোলে হারলেও এ ম্যাচে মোটেই হালকা করে দেখার সুযোগ নেই পেরুকে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং গত দুই আসরের চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। অবশ্য ব্রাজিলের শক্ত রক্ষন বাঁধা পেরিয়ে জালের ঠিকানা পেতে বড় পরীক্ষাই দিতে হবে গেররেরো, কুয়েবাদের।

টিম আপডেট

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে ফাইনাল থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান। তাই এ ম্যাচেও শুরু থেকেই একাদশে থাকা প্রায় নিশ্চিত এভারটনের । আগের ম্যাচে দলের বাইরে থাকা লেফট ব্যাক ফেলিপে লুইস ফিট হয়ে একাদশে ফিরতে পারেন এ ম্যাচে। পেরুর হয়ে এ ম্যাচে মাঠে নামা অনিশ্চিত দলটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার জেফারসন ফারফানের।

সম্ভাব্য লাইনআপ

ব্রাজিল: অ্যালিসন; আলভেস, মারকিনিয়োস, সিল্ভা, লুইস; আর্থুর, ক্যাসেমিরো; জেসুস,কৌতিনহো, এভারটন; ফিরমিনো

পেরু: গাইয়েসে; আদবিনকুলা, সাম্ব্রানো, আব্রাম, ত্রাউকো; ইয়োতুন,তাপিয়া; কাররিয়ো,কুয়েবা, ফ্লোরেস; গেররেরো

হেড টু হেড

দুই দলের মুখোমুখি লড়াইয়ে একক আধিপত্য ব্রাজিলের। ৪৬ বারের দেখায় ৩২ বারই শেষ হাসি হেসেছে সেলেসাওরা। বিপরীতে পেরুর জয় মাত্র ৪ টি। গত ৪৪ বছরে মাত্র একবার পেরুর বিপক্ষে হেরেছে ব্রাজিল।

সর্বশেষ দুই দেখায় পেরুর জালে মোট ৭ বার বল পাঠিয়েছে ব্রাজিল বিপরীতে গোল হজম করেনি একটিও।

 

রাইজিংবিডি/ঢাকা/০৭ জুলাই ২০১৯/নুরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়