ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের পরপরই বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যেতে পারে, এমনটা জানা গিয়েছিল অনেক আগেই। সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) তিন ওয়ানডের এই সিরিজের সূচি চূড়ান্ত করেছে।

গত এপ্রিলে শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার পর এই সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মে মাসে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, কলম্বোতে নিরাপত্তা দল পাঠানোর পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা।

বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানানোর আগেই সোমবার শ্রীলঙ্কান বোর্ড সফরের দিনক্ষণ প্রকাশ করেছে। পরে অবশ্য বিসিবির পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে সফরের কথা।

আগামী ২৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একই মাঠে ২৯ ও ৩১ জুলাই হবে বাকি দুই ম্যাচ।

এই সফরে সাকিব আল হাসান বিশ্রাম চেয়েছেন বলে জানা গেছে। তবে এ ব্যাপারে বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সোমবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, বোর্ড সভার পর এ বিষয়ে জানাবেন তারা।


রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়