ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আফগানিস্তানের নতুন অধিনায়ক রশিদ খান

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ১২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগানিস্তানের নতুন অধিনায়ক রশিদ খান

ক্রীড়া ডেস্ক: সব ফরম্যাটে আফগানিস্তানের নতুন অধিনায়ক হিসেবে লেগ স্পিনার রশিদ খানকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এছাড়া বিশ্বকাপের ঠিক আগে বিতর্কিতভাবে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া আসগর আফগানকে সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

অধিনায়ক হিসেবে রশিদ খান ওয়ানডেতে গুলবদিন নাইবের আর টেস্টে রহমত শাহের স্থলাভিষিক্ত হবেন। এছাড়া গত এপ্রিল থেকে টি-টোয়েন্টি দলের নেতৃত্বেই আছেন তিনি।

গুলবদিনের নেতৃত্বে বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয় আফগানিস্তান। ব্যাট ও বল হাতে বাজে পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক হিসেবে বেশ কিছু বাজে সিদ্ধান্তের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শেষ দিকে বাজে বোলিং এ ম্যাচ হাতছাড়া হওয়ার পর ম্যাচ ফিক্সিং এর মত গুরুতর অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে।

উল্লেখ্য, বিশ্বকাপের ঠিক আগে দলের সফল অধিনায়ক আসগর আফগানকে বরখাস্ত করার পর বিতর্কের মুখে পড়ে আফগান বোর্ড। প্রকাশ্যে বোর্ডের সমালোচনা করেন বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়।

সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে রশিদ খান যুগে প্রবেশ করবে আফগানিস্তান।

 

রাইজিংবিডি/ঢাকা/১২ জুলাই ২০১৯/নুরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়