ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শ্রীলঙ্কায় এটাই আমার শেষ : মাশরাফি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ১৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কায় এটাই আমার শেষ : মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : মাশরাফি বিন মুর্তজা সংবাদ সম্মেলনে আসবেন আর তার অবসর নিয়ে প্রশ্ন হবে না, এটা যেন এখন ভাবাও কঠিন!

শ্রীলঙ্কা সফরের আগে আজ সংবাদ সম্মেলনেও যেমন প্রশ্ন উঠল, এটাই তার শেষ বিদেশ সফর কি না। মাশরাফি অবশ্য এটা নিয়ে ভাবছেন না। তার চিন্তাভাবনা আপাতত সিরিজ নিয়েই। তবে বিশ্বকাপের মতো শ্রীলঙ্কায় এটাই যে তার শেষ সফর, সেটা নিশ্চিত করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

বিকেলে মিরপুরের সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘যে যেরকম ভাবে নেবে। আমারটা আমি এখনো ওভাবে বলতে পারছি না। কারণ চিন্তা করিনি এখনো কিছু। খেলতে যাচ্ছি, ওখানে খেলারই চিন্তা করছি। এরপর অনেক দিন খেলাও নেই, এটাও একটা ব্যাপার। সেরকম কিছু হলে আসার পর চিন্তা করব। হয়তো বা আপনাদের কাছে এটা একটা নিউজ, আমার কাছে হয়তো বা এটা না, আমার কাছে অনেক কিছুই। আমার কাছে এই খেলাটা ছাড়া অনেক কিছুর একটা ব্যাপার। সুতরাং অবশ্যই আমাকে একটু সময় নিয়ে চিন্তা করতে হবে।’

‘শ্রীলঙ্কায় শেষ সফর এটা বলতে পারি। যেহেতু আর খেলা নেই (শ্রীলঙ্কায়)। শ্রীলঙ্কায় অবশ্যই শেষবারের মতো যাচ্ছি, বিশ্বকাপের মতোই বলছি। আসার পরে হয়তো একটু সময় পাব, সময় নিয়ে চিন্তা করে...যেটা বললাম, আপনাদের (সংবাদমাধ্যম) কাছে হয়তো বা একটু লেখালিখি করলেই শেষ, আমার কাছে হয়তো বা তা না। তো দেখা যাক।’

বিশ্বকাপ শুরুর আগ থেকেই প্রায় বারবার অবসর নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্ন শুনতে হচ্ছে তাকে। এটা নিয়ে কি তবে বিব্রত হচ্ছেন মাশরাফি?

‘অধিনায়ক বললেন, ‘সত্যি বলতে আমি বিব্রতও হইনি, আর হতাশও না এটি নিয়ে। কারণ প্রত্যেকেই প্রত্যেকের কাজটাই করবে এটাই স্বাভাবিক। আমার সবকিছু বিবেচনা আপনারা করবেন। আপনাদের দিক থেকে সবকিছু বিবেচনা করবেন। তাই আপনাদের কাছে প্রশ্ন আসছে। মহেন্দ্র সিং ধোনির কথাই বলি। তার ধারেকাছেরও খেলোয়াড় নই আমি। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০ হাজার রান। প্রতিটি প্রেস কনফারেন্সেই তাকে এই প্রশ্ন করা হয়।আমার কাছে মনে হয় এটাকে প্রফেশনালি দেখা উচিত। আমি এভাবেই দেখি।’

‘আমার জায়গাটা সব সময় পরিষ্কার। একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে আমি নিজের সেরাটা পারফর্ম করতে পারিনি। অধিনায়ক হিসেবেও সেরাটা দিতে পারিনি। সবার প্রত্যাশা ছিল দল সেমিফাইনালে যাবে। আমরা সেখানেও ব্যর্থ। প্রশ্নগুলো আসতেই পারে। আমি এভাবেই দেখছি আসলে। এর বেশি ভাবার সুযোগও নেই।’


রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়