ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সেনেগালকে হারিয়ে আফ্রিকার সেরা আলজেরিয়া

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২০, ২০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেনেগালকে হারিয়ে আফ্রিকার সেরা আলজেরিয়া

ক্রীড়া ডেস্ক : ম্যাচের দ্বিতীয় মিনিটের এক গোল ভাগ্য নির্ধারণ করে দিল আফ্রিকান নেশনস কাপের। সেনেগালকে ১-০ গোলে হারিয়ে ২৯ বছর পর আফ্রিকান নেশনস কাপ জয়ের স্বাদ পেল আলজেরিয়া। দ্বিতীয়বারে মতো হলো আফ্রিকার সেরা।

কায়রোতে শুক্রবার রাতের ফাইনালে দ্বিতীয় মিনিটে বাগদাদ বোনেদজাহর গোলে এগিয়ে যায় আলজেরিয়া। তার শট সেনেগালের সালিফ সানের গায়ে লেগে দিক পরিবর্তন করে আশ্রয় খুঁজে নেয় জালে।

দ্বিতীয়ার্ধে হ্যান্ডবলের জন্য পেনাল্টি পেয়েছিল সেনেগাল। তবে ভিএআর প্রযুক্তিতে পাল্টে যায় রেফারির সেই সিদ্ধান্ত। ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রেখেও বাকি সময়ে আর সমতায় ফিরতে পারেনি সেনেগাল।

 

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সেনেগালের খেলোয়াড়রা মাঠে শুয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। দলটির লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানেকে দেখাচ্ছিল বিধ্বস্ত। আলজেরিয়ার অধিনায়ক ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রিয়াদ মাহরেজের হাতে ওঠে শিরোপা।

আলজেরিয়া এর আগে সবশেষ আফ্রিকান নেশনস কাপের শিরোপা জিতেছিল ১৯৯০ সালে। প্রায় দুই দশক পর চ্যাম্পিয়ন হলো আবার। অন্যদিকে ২০০২ সালের পর ফাইনালে খেলা সেনেগালের শিরোপা স্বপ্ন অধরাই রয়ে গেল।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়