ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ২০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আজ শনিবার দুপুরে ঢাকা ত্যাগ করে ১২ সদস্যের বাংলাদেশ দল। সন্ধ্যায় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি শ্রীলঙ্কায় পৌঁছেছে। দলের সবাই সুস্থ্য আছে।

বাংলাদেশ দলকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এই সফরে বাংলাদেশ দলকে ভিভিআইপি নিরাপত্তা দিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট।

১৪ সদস্যের বাংলাদেশ দলের বাকি দুই সদস্য তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম ভারত থেকে শ্রীলঙ্কায় যাচ্ছেন। তারা রাতেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন। তারা দুজন ভারতে বিসিবি একাদশের হয়ে মিনি রঞ্জি ট্রফিতে খেলছিলেন।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ২৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। একই ভেন্যুতে ২৯ জুলাই হবে দ্বিতীয় ম্যাচটি। আর ৩১ জুলাই তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

 

১৪ সদস্যের বাংলাদেশ দল :

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, তাসকিন আহমেদ।


রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়