ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

নেইমার না আসলে চুক্তি ঝুলিয়ে রাখবেন মেসি!

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেইমার না আসলে চুক্তি ঝুলিয়ে রাখবেন মেসি!

ক্রীড়া ডেস্ক : বর্তমান চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকার কথা রয়েছে লিওনেল মেসির। বহুদিন ধরে কাতালান ক্লাবটি চুক্তি নবায়নের কথা বলে আসলেও সে দিকে মনযোগ নেই আর্জেন্টাইন তারকার।

নতুন মৌসুম শুরুর আগে পুরনো সতীর্থ নেইমার আবারও বার্সায় ফিরে আসুক চাইছেন মেসি। কিছুদিন আগে এমন আগ্রহের কথা ক্লাবকে জানিয়েছেন তিনি। নেইমার নিজেও পুরনো ঠিকানায় ফিরতে আগ্রহী। কাতালান ক্লাবটি নেইমারকে আনতে অপারগতা প্রকাশ করলে মেসি চুক্তি নবায়ন ঝুলিয়ে রাখতে পারেন বলে মনে করেন স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ গ্রাহাম হান্টার।

নেইমার ইস্যুতে মেসির আগ্রহ নিয়ে গ্রাহাম হান্টার বলেন, ‘মেসি বার্সেলোনার কেন্দ্রীয় খেলোয়াড়। সে , সুয়ারেজ ও নেইমারের ভিন্ন একটি চরিত্র রয়েছে। তারা বেশ ভালো বন্ধু। নেইমার এমন বন্ধু, যে মাঠে মেসির কৌশলগত অবস্থান বুঝত। বার্সার সবশেষ ট্রেবল জয়ে ‘এমএসএন’ ত্রয়ী ছিল। মেসি হয়তো ক্লাবকে বলছেন তোমরা যদি আমার চুক্তি নবায়ন চাও তাহলে প্রথমে নেইমারকে নিয়ে এসো।’

চলতি সপ্তাহের শুরুতে গুঞ্জন শোনা যায়, ৯০ মিলিয়ন পাউন্ডে নাকি বার্সায় আসছেন নেইমার। চুক্তির অংশ হিসেবে ব্রাজিলিয়ান তারকা কুতিনহোকে নাকি প্যারিস সেইন্ট জার্মেইয়ের কাছে দিতে চায় কাতালান ক্লাবটি।

নেইমারের সঙ্গে বার্সেলোনায় চার বছর কাটিয়েছেন মেসি। এ সময় তারা দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে রেকর্ড গড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যান নেইমার। মৌসুম শুরুর আগে পিএসজি থেকে নেইমার বার্সায় আসার আগ্রহ প্রকাশ করলে তাকে পেতে নড়েচড়ে বসেছে বার্সার কর্তাব্যক্তিরা।


রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়