ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের অনুশীলন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে গতকাল শনিবার শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দলের একাংশ। আজ রোববারই তারা নেমে পড়েছে মাঠে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলম্বোতে ঘাম ঝরিয়েছে ৯ জন।

ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজনের তত্ত্বাবধানে প্রথমে তারা স্ট্রেচিং করে। এরপর ফিল্ডিং অনুশীলন শেষে নেটে ব্যাট ও বল হাতে লম্বা সময় নেটে কাটান তামিম, মুশফিক, তাইজুল, তাসকিনরা।

ভারত থেকে গতকালই দলের সঙ্গে যোগ দিয়েছেন তাইজুল ইসলাম ও সৌম্য সরকার। আজ যোগ দিয়েছেন রুবেল হোসেন। তিনি অবশ্য অনুশীলন করেননি।

 

আজ রোববার চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় অনানুষ্ঠানিক ওয়ানডে খেলেছেন মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, এনামুল হক বিজয় ও ফরহাদ রেজা। তারা আগামীকাল শ্রীলঙ্কার উদ্দেশে রওয়ানা দিবেন। কালকেই যোগ দিবেন দলের সঙ্গে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। দ্বিতীয়টি হবে ২৯ জুলাই। আর ৩১ ‍জুলাই হবে তৃতীয় ও শেষটি। সিরিজ শুরুর আগে ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।


রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়