ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শ্রীলঙ্কায় বিশ্বকাপের পুনরাবৃত্তি চান না মিথুন

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ২৩ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কায় বিশ্বকাপের পুনরাবৃত্তি চান না মিথুন

ক্রীড়া ডেস্ক : মাত্র তিন ম্যাচ জিতে বিশ্বকাপ র‌্যাঙ্কিংয়ে আটে থেকে শেষ করেছিল বাংলাদেশ। ওই ব্যর্থতা মুছে এবার শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। প্রস্তুতি ম্যাচে ওয়ানডাউনে নেমে আজ ইনিংস সেরা ব্যাটিংয়ে দলকে জিতিয়েছেন মোহাম্মদ মিথুন। এবার ওয়ানডে সিরিজের শুরুতে ভালো করার লক্ষ্য তার। শ্রীলঙ্কায় বিশ্বকাপের পুনরাবৃত্তি আশা করছেন না উদিয়মান এ তারকা ক্রিকেটার।

সাকিব আল হাসান বিশ্রামে থাকায় শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে তার অবস্থানে ব্যাট করেছেন মিথুন। বিশ্বকাপে মাত্র তিন ম্যাচ খেলা এই ব্যাটসম্যান প্রস্তুতি ম্যাচে সাকিবের পজিশনে খেলে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ইনিংস সেরা ৯১ রান করে। সাধারনত ৫ নম্বরে ব্যাট করলেও সাকিব না থাকায় এই সিরিজে ওয়ানডাউনে নিজের আবেদনটা এক প্রকার জানিয়ে রাখলেন মিথুন। যদিও এ ব্যপারে প্রশ্ন করলে কৌশলে এড়িয়ে গেছেন তিনি।

‘তেমন কিছু চিন্তা করিনি।  সাকিব ভাই যেহেতু নেই, দলের কাউকে না কাউকেতো ওই জায়গাতে খেলতে হবে। উপরে যারা ব্যাটিং করে তাদের লম্বা ইনিংস খেলতে হয়। আমি ওটাই চেষ্টা করেছি।’

প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ। এবার সিরিজের প্রথম ম্যাচেই জয় দিয়ে সেই আত্মবিশ্বাস কিছুটা বাড়িয়ে নিতে চাইছেন মিথুন।

‘যে কোন টুর্নামেন্টে শুরুটা ভালো হওয়া অনেক গুরুত্বপূর্ণ। একজন খেলোয়াড়ের ভালো অবস্থানে থাকা, আত্মবিশ্বাস পাওয়া সব কিছুই পাওয়া যায় প্রথম ম্যাচ থেকে। দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী থাকলে কঠিন কিছু হবে না। দল হিসেবে একটা জয় দলের অবস্থান পাল্টে দেয়।’

বিশ্বকাপে দলের অভিজ্ঞতা আর সামর্থে্যর দিক বিবেচনা করে সেমিফাইনালের প্রত্যশা ছিল বাংলাদেশের। তবে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি মাশরাফি বিন মুর্তজার দল। বিশ্বকাপের পর নিজেদের প্রমানের সুযোগ এসেছে শ্রীলঙ্কা সিরিজে। এই সিরিজে বিশ্বকাপের পুনরাবৃত্তি চাইছেন না মিথুন।

‘আমি ব্যক্তিগত ভাবে মনে করি বিশ্বকাপের যে প্রত্যাশা সেটা আমাদেরও যেমন পূরণ হয়নি, আপনাদেরই হয়নি। আমরা এ নিয়ে আপনাদের চেয়ে বেশি উদ্বিগ্ন। কেননা আমরাইতো খেলেছি। দায়ভার অবশ্যই আমাদের নিতে হবে। নতুন একটি সিরিজের জন্য আমরা নিজেকে প্রস্তুত করেছি। ওটা ভুলে আমরা যদি নতুন করে শুরু না করতে পারি, তাহলে বিশ্বকাপের পুনরাবৃত্তি হওয়ার সুযোগ বেশি থাকবে।’


রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়