ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

পাকিস্তানের প্রধান কোচ হচ্ছেন ইনজামাম!

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ২৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানের প্রধান কোচ হচ্ছেন ইনজামাম!

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন ইনজামাম-উল-হক। ইংল্যান্ডে দল ব্যর্থ হওয়ায় তার দায়িত্ব ছাড়ার কথা মনে হলেও শোয়েব আক্তার তা দেখছেন ভিন্ন নজরে। পাকিস্তানের প্রাক্তন এ তারকা পেসার মনে করেন প্রধান কোচ হতেই নাকি নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন ইনজামাম।

পাকিস্তানের বিভিন্ন গনমাধ্যের প্রতিবেদনে বলা হচ্ছে ইংল্যান্ড বিশ্বকাপে ব্যর্থতার কারণে বরখাস্ত করা হবে প্রধান কোচ মিকি আর্থারকে। কারণ নিজেদের প্রত্যাশিত সেমিফাইনালে দলকে নিয়ে যেতে পারেননি তিনি। তাই তাকে নাকি সরিয়ে দেওয়ার পরিকল্পা রয়েছে পিসিবির। আর্থারের পরিবর্তে প্রধান কোচ হিসেবে ইনজামাম দায়িত্ব পাবেন বলে মনে করেন শোয়েব। এমন আত্মবিশ্বাস রয়েছে বলেই ইনজামাম প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন বলেও ধারনা শোয়েবের।

পাকিস্তানের পরবর্তী কোচ নিয়ে এক সাক্ষাতকারে শোয়েব বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের পরবর্তী কোচ হওয়ার ইচ্ছা রয়েছে ইনজামামের। এ কারণেই তিনি নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।‘


রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়