ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নেইমারকে অনুরোধ করেছিলেন এমবাপে

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেইমারকে অনুরোধ করেছিলেন এমবাপে

ক্রীড়া ডেস্ক : এবারের গ্রীষ্মেই প্যারিস সেইন্ট জার্মেই ছাড়তে দৃঢ়প্রতিজ্ঞ নেইমার। পিএসজি ছেড়ে নতুন ক্লাবে যোগ দেওয়ার কথা ক্লাবটির কর্তাব্যক্তিদের জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। নেইমারের আগ্রহ না থাকলেও তাকে পিএসজিতে থেকে যেতে বলেছিলেন ফরাসি  তারকা কিলিয়ান এমবাপে।

পিএসজি ছেড়ে নেইমারের পুরনো ঠিকানা বার্সেলোনায় যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চলছে। তবে কাতালান ক্লাবটিতে যাওয়া এখনো দেওয়া নিশ্চিত হয়নি তার। এর আগেই নেইমারের ভবিষ্যত নিয়ে বলতে গিয়ে তার ক্লাব সতীর্থ এমবাপে বলেন, ‘আমি তার সঙ্গে সততা ও শ্রদ্ধার সঙ্গে কথা বলেছি। তাকে আমাদের সঙ্গে থেকে যেতে বলেছিলাম। সে জানে তার পরিস্থিতি নিয়ে আমি কি ভাবছি। আমি তাকে শ্রদ্ধা করি এবং তার প্রশংসা করি।’

নেইমার ক্লাব ছাড়ার ঘোষণা দিলেও এখনো তার আশা ছাড়ছেন না পিএসজি কোচ থমাস টুখেল। তাকে নিয়ে লিগ ওয়ানের প্রথম ম্যাচ খেলতে মুখিয়ে রয়েছেন তিনি।

‘নেইমার আমাদের সঙ্গে এখনো রয়েছেন এবং তাকে নিয়ে লিগের প্রথম ম্যাচ খেলার জন্য অপেক্ষায় রয়েছি আমরা। সে ফুটবল ভালোবাসে এবং যখন মাঠে থাকে পুরোটা দেওয়ার চেষ্টা করে। অনুশীলনেও আমি তাকে সেরাটা দিয়ে অনুশীলনে করতে দেখেছি।’


রাইজিংবিডি/ঢাকা/৩ আগস্ট ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়