ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অবসর নিলেন অ্যাশলে কোল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ১৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবসর নিলেন অ্যাশলে কোল

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের সাবেক ফুটবলার অ্যাশলে কোল অবসর নিয়েছেন। ৩৮ বছর বয়সী এই লেফট বাক তার ক্যারিয়ারে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইউরোপা লিগ জিতেছে। পাশাপাশি তিনি রেকর্ড ৭ বার এফএ কাপ জিতেছেন।

অবসর নেওয়ার বিষয়টি নিশ্চিত করে কোল বলেছেন, ‘অনেক চিন্তাভাবনার পর আমি এই সিদ্ধান্ত নিতে পেরেছি যে আমি আমার বুট জোড়া তুলে রাখব এবং আমার জীবনের পরবর্তী অধ্যায়ের দিকে অগ্রসর হব।’

১৯৯৯ সালে আর্সেনালের হয়ে তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল।

কোল ইংল্যান্ডের হয়ে ১০৭ ম্যাচ খেলেছেন। চেলসির হয়ে খেলেছেন ৩৩৮ ম্যাচ। আর্সেনালের হয়ে খেলেছেন ২২৭ ম্যাচ। ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত তিনি দুই মৌসুম এএস রোমার হয়ে খেলেছেন। এরপর ২০১৬ সালে তিনি মেজর লিগ সকারের এলএ গ্যালাক্সিতে যোগ দেন।

সবশেষ জানুয়ারিতে তিনি ইংল্যান্ডের ডার্বি কাউন্টিতে যোগ দেন। সেখানে তিনি সাবেক চেলসি সতীর্থ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের তত্ত্বাবধানে খেলেন ছয় মাস। এরপর আজ রোববার তিনি ক্যারিয়ারের ইতি টানলেন।

অবশ্য তিনি কোচিং পেশায় যুক্ত হতে মনস্থির করেছেন। সে লক্ষ্যে তিনি বিভিন্ন সনদ অর্জন করতেও শুরু করেছেন।


রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়