ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ম্যানইউকে রুখে দিল উলভারহ্যাম্পটন

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৭, ২০ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যানইউকে রুখে দিল উলভারহ্যাম্পটন

ক্রীড়া ডেস্ক : অঁতনি মার্সিয়ালের গোলে এগিয়ে যাওয়ার পর লিড ধরে রাখতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের চেয়ে অপেক্ষাকৃত দূর্বল দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে জয় নিয়ে ফিরতে পারেনি ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাবটি।

সোমবার রাতে ম্যানইউকে মলিনাক্স স্টেডিয়ামে স্বাগত জানায় উলভারহ্যাম্পটন। প্রতিপক্ষের মাঠে রেড ডেভিলসদের ওই ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়। ম্যানইউর হয়ে একমাত্র গোলটি করেন মার্সিয়াল। অন্যদিকে স্বাগতিকদের হয়ে সমতাসূচক গোল করেন রুবেন নেভাস।

লিগে নিজেদের প্রথম ম্যাচে চেলসিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শুরুতে দারুণ কিছুর জানান দিয়েছিল ম্যানইউ। গতকাল উলভারহ্যাম্পটনের মাঠেও শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ২৭তম মিনিটে এগিয়ে যায় তারা। মার্কাস র‌্যাশফোর্ডের পাসে দলের হয়ে সব প্রতিযোগিতা মিলে ৫০তম গোল করেন অঁতনি মার্সিয়াল।

শুরুতে গোল হজম করলেও ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ম্যাচের ৫৫তম মিনিটে পতুর্গিজ মিডফিল্ডার রুবেন নেভেসের বাঁকানো শটে সমতা ফেরে উলভারহ্যাম্পটন। এরপর এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ম্যানইউর। ম্যাচের ৬৭তম মিনিটে ফরাসি মিডফিল্ডার পগবার স্পট কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক রুই পাত্রিসিও। ম্যাচের শেষপর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।

লিগে এ ড্রয়ের পর দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগ টেবিলের চতুর্থ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে পুরো ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল।


রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়