ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দ্বিতীয় ম্যাচে জিতলো শান্ত-সাইফরা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্বিতীয় ম্যাচে জিতলো শান্ত-সাইফরা

ক্রীড়া প্রতিবেদক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে জয় পেয়েছে বাংলাদেশ এমার্জিং ক্রিকেট দল। আজ বুধবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে তারা ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা এমার্জিং ক্রিকেট দলকে।

শ্রীলঙ্কা দল প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে। জবাবে ৪৯.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।

বাংলাদেশ ২৭৩ রান তাড়া করতে নেমে ১২ রানেই উইকেট হারিয়েছিল। এরপর সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলীর ব্যাটিং দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে। ব্যাট হাতে সাইফ করেছেন ২৭ রান। শান্ত ৮৮ বল খেলে ৯ চার ১ ছক্কায় করেছেন ৭৭ রান। আর ইয়াসির ৯৩ বল খেলে ৩ চার ও ৫ ছক্কায় করেছেন সর্বোচ্চ  ৮৫ রান। এ ছাড়া আফিফ হোসেনের ব্যাট থেকে এসেছে ১৮টি রান।

তার আগে বাংলাদেশ এমার্জিং দলের হয়ে বল হাতে শ্রীলঙ্কা দলের লাগাম টেনেছেন শফিকুল ইসলাম ও নাঈম হাসান। শফিকুল ৩টি ও নাঈম ২টি উইকেট নেন। তাতে আগের ম্যাচের মতো এই ম্যাচে বড় সংগ্রহ পায়নি লঙ্কানরা। তারপর ব্যাট হাতে শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস ৬৫, পাথুম নিসানকা ৫৫, চারিথ আসালঙ্কা ৪৫ ও জিহান দানিয়েল ৪৩ রান করেন।

ম্যাচসেরা হন বাংলাদেশ এমার্জিং দলের ইয়াসির আলী।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।

 

রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়