ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাংলাদেশে মানিয়ে নেবেন ডমিঙ্গো-ল্যাঙ্গাভেল্ট

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ২১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশে মানিয়ে নেবেন ডমিঙ্গো-ল্যাঙ্গাভেল্ট

ক্রীড়া প্রতিবেদক : রাসেল ক্রেইগ ডমিঙ্গো ২২ বছর বয়স থেকে কোচিংয়ে যুক্ত।  দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন দীর্ঘদিন।  শেষ দুই বছর আন্তর্জাতিক কোনো দলের সঙ্গে কাজ করেননি।  দুই বছর পর ডমিঙ্গোর নতুন ঠিকানা বাংলাদেশ।  উপমহাদেশে এবারই প্রথম কাজ করতে যাচ্ছেন ৪২ বছর বয়সী এ কোচ।

উপমহাদেশে এবং উপমহাদেশের বাইরে ক্রিকেট সংস্কৃতি ভিন্ন। এখানে পাগলাটে উন্মাদনার সঙ্গে রয়েছে জয়ের তীব্র লড়াই।  এখানে ক্রিকেট জীবনের অংশ হয়ে উঠে।  মাঠে ও মাঠের বাইরে দুই জায়গায়ই থাকে চাপ।  আর উপমহাদেশের বাইরে ক্রিকেট উন্মাদনা সীমিত।  অন্য দশটা ক্রীড়ার মতো ক্রিকেটও স্রেফ একটি ইভেন্ট।  ভিন্ন এ ক্রিকেট সংস্কৃতিতে নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে ডমিঙ্গোর।  পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট আফগানিস্তানের সঙ্গে কাজ করার সুবাদে সেই স্বাদ কিছুটা পেয়েছেন। কিন্তু ডমিঙ্গোর অভিষেক হতে যাচ্ছে উপমহাদেশে।

বাংলাদেশের হেড কোচের বিশ্বাস দ্রুতই এ ক্রিকেট সংস্কৃতির সঙ্গে মানিতে নিতে পারবেন তারা।  এজন্য নিজেদের বদলানোর কথাও জানালেন ডমিঙ্গো,‘দেখুন আমরা এখানে কোনো কিছুর পরিবর্তন করতে আসিনি।  ক্রিকেট সব সময়ই উপমহাদেশে উপভোগ্য।  বাংলাদেশ ক্রিকেট আমাদের সঙ্গে তাল মিলিয়ে চলবে এমনটা আমরা প্রত্যাশা করতে পারি না। আমাদেরকে বাংলাদেশে মানিয়ে নিতে হবে।  এজন্য আমাদেরকে দ্রুত কিছু কাজ করতে হবে।  আমাদের দ্রুত এ সংস্কৃতি বুঝতে হবে তাতে আমরাও এ সংস্কৃতির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠব।’

পেস বোলিং কোচের দায়িত্ব পাওয়া শার্ল ল্যাঙ্গাভেল্ট বলেছেন,‘আমি আফগানিস্তানের সঙ্গে কাজ করেছি, মনে হচ্ছে না খুব কঠিন কাজ হবে।  এখানকার উন্মাদনা সব সময়ই আমাকে বিস্মিত করেছে। কারণ আমরা দক্ষিণ আফ্রিকাতে এমনটা দেখিনি কখনো।  এখানে সংস্কৃতি ভিন্ন হলে কঠিন হবে না।  আসলে মূল কাজটা খেলোয়াড়দের সঙ্গে। ’

বাংলাদেশের কোচিং প্যানেলে বড় রদবদল হয়েছে বিশ্বকাপের পর।  প্রধান কোচ, পেস বোলিং কোচ ও স্পিন কোচ পরিবর্তন করেছে বিসিবি।  নতুন কোচিং প্যানেলের প্রথম কাজ খেলোয়াড়দের বিশ্বাস অর্জন করা।  ডমিঙ্গো মাঠে নামছেন এ চ্যালেঞ্জ নিয়ে,‘আমার প্রথম লক্ষ্য খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ স্থাপন করা।  আগামী এক কিংবা দুই সপ্তাহের মধ্যে তাদের সঙ্গে মানিয়ে নেওয়া। তাদের বিশ্বাস অর্জন করা জরুরী।  আমি আগামী কয়েকদিন গভীরভাবে তাদের পর্যবেক্ষেণে রাখব, তারা কিভাবে আমার পরামর্শ গ্রহণ করছে।’


রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়