ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পন্টিংকে ছোঁয়ার হাতছানি কোহলির

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৮, ২২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পন্টিংকে ছোঁয়ার হাতছানি কোহলির

 ক্রীড়া ডেস্ক : বিরাট কোহলি ব্যাট হাতে মাঠে নামাই যেন নতুন রেকর্ডের জন্ম। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি পেলেই অধিনায়ক হিসেবে সেঞ্চুরি সংখ্যায় পন্টিংয়ের পাশে দাঁড়াবেন কোহলি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ১৯টি সেঞ্চুরি করেছিলেন রিকি পন্টিং। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার আগে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির সেঞ্চুরির সংখ্যা ১৮। আর একটা সেঞ্চুরি করতে পারলেই অধিনায়ক রিকি পন্টিংয়ের এই রেকর্ড ছুঁয়ে ফেলবেন ক্যাপ্টেন কোহলি।

অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রায়েম স্মিথ। অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ২৫টি সেঞ্চুরি করেছেন স্মিথ।

অ্যান্টিগা টেস্টের আগে ৭৭ ম্যাচে কোহলির সেঞ্চুরি সংখ্যা ২৫, যার ছয়টিতে আছে ডাবল সেঞ্চুরি। বর্তমান টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারতীয় অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে দারুণ সময় কাটিয়েছেন। তিন ম্যাচের সিরিজে টানা দুই সেঞ্চুরি পেয়েছেন। প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে না গেলেও হয়তো আরও চমক দেখাতে পারতেন কোহলি।

 

রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়