ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাবাদার এই প্রতিভা সম্পর্কে জানতেন কি?

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ২৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাবাদার এই প্রতিভা সম্পর্কে জানতেন কি?

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কাগিসু রাবাদাকে আপনি যদি কেবল একজন বোলার মনে করে থাকেন, তাহলে ভুল করবেন। ক্রিকেটের পাশাপাশি তার আরো কিছু প্রতিভা রয়েছে। এবার সেই প্রতিভার প্রকাশ ঘটালেন তিনি। সম্প্রতি কেপ টাউনে রেড বুলের মিউজিক স্টুডিওতে তিনি একটি গানে কণ্ঠও দিয়েছেন। তার সঙ্গে এখানে কাজ করেছেন দক্ষিণ আফ্রিকার খ্যাতিমান মিউজিক প্রডিউসার ও ডিজে দা কাপো।

অবশ্য সহসাই মিউজিককে ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন না রাবাদা। এমনটাই জানিয়েছে রেড বুল, ‘মিউজিককে ক্যারিয়ার হিসেবে সহসাই না নিলেও তার জীবনে মিউজিকের প্রভাব অনেক। তিনি বাল্যকাল থেকেই মিউজিকের সঙ্গ পেয়ে বড় হয়েছেন। তার পরিবার চার্চ ও গোসপেল মিউজিকের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। তার একজন কাজিন হাউস মিউজিক ডিজে। কিশোর বয়সে তার বাবা তাকে কিছু মিউজিক সফটওয়্যার কিনে দিয়েছিলেন। সেগুলো বাজাতে বাজাতে মিউজিকের প্রতি তার টান তৈরি হয়। মিউজিক তার সখের বিষয় হয়ে দাঁড়ায়।’

স্টুডিওতে গিয়ে গান গেয়ে রাবাদাও বেশ উচ্ছ্বসিত, ‘খুবই দারুণ একটি দিন ছিল। আমি দা কাপো ও তার গানের ভক্ত। তার সঙ্গে সময় কাটানো, তার কাছ থেকে শেখা ও তার একটি গানে সহযোগিতা করাটা আমার জন্য বিশেষ কিছু।’

দা কাপোও প্রশংসা করেছেন রাবাদার, ‘স্টুডিওতে কাগিসু রাদাবার সঙ্গে কাজ করাটা আসেলে দারুণ অভিজ্ঞতা। গানের ক্ষেত্রে তার কান বেশ অভিজ্ঞ। তাকে বেসিক কিছু জিনিস ধরিয়ে দিয়েছি মাত্র। তার মিউজিক লাইব্রেরি ভ্রমণের সময় আমি বিস্মিত হয়েছি। সেটা দেখেই অনুপ্রাণিত হয়েছি এবং একসঙ্গে গান নিয়ে কাজ করেছি। গানটির জন্য সে যথেষ্ট শ্রম দিয়েছে, এমনকী কণ্ঠও দিয়েছে।’


রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়