ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কোহলি-রাহানের ব্যাটে বড় লিডের পথে ভারত

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৫, ২৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোহলি-রাহানের ব্যাটে বড় লিডের পথে ভারত

ক্রীড়া ডেস্ক : অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংসের মতো ভারতের হাল ধরেছেন আজিঙ্কা রাহানে। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ফিফটি করে অপরাজিত রয়েছেন তিনি। তাদের জোড়া ফিফটিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় লিডের পথে রয়েছে ভারত।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষে ১৮৫ রান করেছে ভারত। চতুর্থ দিনে মাঠে নামার আগে ইতোমধ্যে ২৬০ রানের লিড পেয়েছে সফরকারীরা। এর আগে ভারত প্রথম ইনিংসে ২৯৭ রান করলে ক্যারিবীয়রা ২২২ রানে অলআউট হয়।

নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করতে পারেননি ভারতের টপঅর্ডাররা। শুরুতে লোকেশ রাহুল ৩৮, মায়াঙ্ক আগারওয়াল ১৬ ও চেতেশ্বর পুজারা ২৫ রানে আউট হন। তবে চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন অধিনায়ক কোহলি ও প্রথম ইনিংসে দারুণ খেলা রাহানে। ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন তারা। ১১১ বলে দুটি চারে ৫১ নিয়ে অপরাজিত কোহলি। তার সঙ্গে ৫৩ রানে অপরাজিত থেকে আজ মাঠে নামবেন রাহানে।

ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে রোস্টন চেজ দুটি ও কেমার রোচ একটি উইকেট পান।


রাইজিংবিডি/ঢাকা/২৫ আগস্ট ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়