ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চতুর্থ ম্যাচে গোলের দেখা পেল নারী হকি দল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ২৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চতুর্থ ম্যাচে গোলের দেখা পেল নারী হকি দল

ক্রীড়া প্রতিবেদক : আজ রোববার ভারতের সাই ন্যাশনাল হকি একাডেমির বিপক্ষে চতুর্থ প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী দল। আজও অবশ্য হার ভিন্ন অন্য কোনো ফল হয়নি। হেরেছে ৯-৩ ব্যবধানে। তবে আশার কথা হল এই ম্যাচে প্রথমবারের মতো প্রতিপক্ষের জালে বল জাড়াতে পেরেছে বাংলাদেশের মেয়েরা। তাও তিন-তিনবার!

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের হয়ে প্রথম গোলের দেখা পান নড়াইলের মেয়ে সাদিয়া খানম। একই কায়দায় দ্বিতীয় গোল করেন কিশোরগঞ্জের ফারদিয়া আক্তার রাত্রি। আর চমৎকার ফ্লিকে তৃতীয় গোল করেন ঝিনাইদহের নাদিরা।

প্রথম ও দ্বিতীয় ম্যাচে ৬-০ গোলে এবং তৃতীয় ম্যাচে মেয়েরা হেরেছিল ৩-০ গোলে।

রোববার বাংলাদেশের মেয়েদের গোল করার পাশাপাশি আরো একটি রেকর্ড। প্রথমবারের মতো পূর্ণ ম্যাচে বাঁশি বাজালেন দেশের একমাত্র মহিলা আম্পায়ার মহুয়া।

আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় ফ্লাড লাইটের আলোতে পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে উভয়দল। ২৮ আগস্ট শেষ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

প্রস্তুতি ম্যাচের এই সিরিজ এবং সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এএইচএফ কাপে বাংলাদেশ দলের সহযোগিতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।


রাইজিংবিডি/ঢাকা/২৫ আগস্ট ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়