ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

তামিমের বিকল্প কে? কী ভাবছেন সাকিব

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ২৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তামিমের বিকল্প কে? কী ভাবছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক : তামিম ইকবাল আফগানিস্তান সিরিজ খেলবেন না।  জাতীয় দলের সেরা ব্যাটসম্যান বিশ্রাম চেয়েছেন টিম ম্যানেজম্যান্টের কাছে।  তার জায়গায় কাকে নেওয়া হবে? নির্বাচকদের নজরে রয়েছেন জহুরুল ইসলাম অমি। প্রতিদ্বন্দী হিসেবে রয়েছেন সৌম্য সরকার, ইমরুল কায়েস। সাদমান ইসলাম টেস্ট দলে খেলবেন তা নিশ্চিত।

বাঁহাতি ওপেনারের সঙ্গী হতে পারেন বাকি তিনজন।  দলীয় অধিনায়ক সাকিব আল হাসানের পরামর্শে অফফর্মে থাকা তামিম বিশ্রাম চেয়েছেন।  তামিমের বিকল্প নিয়ে অধিনায়ক দূর্ভাবনায় নেই।  জানালেন, দলের জন্য সুইটেবল হয় এমন একজনকে বেছে নেবেন তারা।

‘বিকল্প খেলোয়াড় কে হতে পারে এগুলো নিয়ে সব সময় আলাপ হয়।  যে জায়গায় গুলোয় ফাঁকা হয় কিংবা ফাঁকা থাকে বা যে জায়গাগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন থাকি সেই জায়গাগুলো নিয়ে আমরা সব সময় আলাপ-আলোচনা করি।  সবাই আলাপ-আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্তে এসে পৌঁছি যে, এই খেলোয়াড় এই-এই কারণে এই পজিশনে সুইটেবল হবে। তারপর আমরা তাকে নির্বাচন করি।’

ফিটনেস ট্রেনিংয়ের পর দল এখন স্কিল ট্রেনিংয়ে মনোযোগী।  টেস্ট স্কোয়াডে ঘোষণা করে দেওয়ার কথা। কিন্তু জুতসই কাউকে না পাওয়ায় এখনো স্কোয়াড চূড়ান্ত করতে পারেননি নির্বাচকরা।  নির্বাচক হাবিবুল বাশার বললেন সে কথা, ‘তাঁর (সাদমান) সঙ্গী কে হচ্ছেন এই সিরিজে সেটা আমরা এখনো চিন্তা করিনি। আমাদের আলোচনা চলছে যে পুরনো কাউকে দেখব নাকি ভবিষ্যতের কথা ভেবে আমরা নতুন উদ্বোধনী জুটি দেখব।’

নতুনদের মধ্যে আলোচনায় আছেন শুধু সাইফ হাসান।  সৌম্য, সাইফ, ইমরুল ও জহুরুল এ চারজনকে নিয়েই আলোচনা।  নতুন কোনো মুখ নাকি পুরনো কাউকে নেওয়া হবে? সাকিবের কথা স্পষ্ট, জয়ের জন্য যা করার প্রয়োজন টিম ম্যানেজম্যান্ট সেটাই করবে। 

‘জায়গা দেওয়া না দেওয়া বড় কথা না।  প্রতিটি দল কিন্তু খেলতে নামে জেতার জন্য।  সেটা বড় দল হোক কিংবা ছোট দল হোক। নতুন খেলোয়াড় আসুক আর নাই আসুক।  প্রতিটা দল যখন ম্যাচ খেলতে যায় তখন কিন্তু এটা চিন্তা করে না যে আমরা খেলোয়াড় তৈরি করতে যাচ্ছি কিংবা নতুন খেলোয়াড় দেখার জন্য যাচ্ছি।  দিনশেষে টার্গেট থাকে কিন্তু ম্যাচ জেতার। আমরাও ওই টার্গেটে কিন্তু খেলব।  সেজন্য যদি নতুন খেলোয়াড় নেওয়ার দরকার হয় তাহলে নতুন খেলোয়াড় নেব।  যদি দেখি অভিজ্ঞদের পারফর্ম করার সম্ভবনা আছে তাহলে ওরাই খেলবে।’

প্রতিভাবানদের দ্রুত দলে ঢুকিয়ে নির্বাচকরা ধাক্কাও খেয়েছিল।  তার প্রমাণ, নাজমুল হোসেন শান্ত।  হাবিবুল বাশার বললেন একই কথা,‘শান্তকে কিন্তু আমাদের ইমিডিয়েট প্রসপেক্ট হিসেবে আমরা চিন্তা করেছিলাম। সে কিন্তু খেলেছেও। কিন্তু আশানুরূপ করতে পারেনি।’

জহুরুল তামিমের শূন্যতা পূরণ করতে চান।  ৩২ বছর বয়সী এ ক্রিকেটার দলে আরেকটি সুযোগ পেতে মুখিয়ে আছেন।  দেখার বিষয় টিম ম্যানেজম্যান্ট অভিজ্ঞদের দলে ফেরায় নাকি নতুনদের ওপর আস্থা রাখে।


রাইজিংবিডি/ঢাকা/২৬ আগস্ট ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়