ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

রশিদকে নিয়ে ভয় নেই সাদমানের

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ২৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রশিদকে নিয়ে ভয় নেই সাদমানের

ক্রীড়া প্রতিবেদক: আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানকে নিয়ে সাকিব আল হাসান বেশ সতর্ক। কিন্তু দলের ওপেনার সাদমান ইসলাম তাকে নিয়ে ভয়-ই পাচ্ছেন না!

সাকিব মনে করেন সীমিত পরিসরের মতো দীর্ঘ পরিসরেও রশিদ খান সফল হতে পারেন। সাদমানের ভাবনা উল্টো,‘শর্ট ফরম্যাটের বোলিং আর টেস্টে বোলিং দুইটা দুই জিনিস।’ ফরম্যাট ভিন্ন হওয়ায় লেগ স্পিনারকে নিয়ে বাড়তি চিন্তা নেই ২৪ বছর বয়সী এ ব্যাটসম্যানের,‘রশিদ খানকে নিয়ে বাড়তি কোনো ভাবনা নেই। ফরম্যাট ভিন্ন হওয়ায় বাড়তি কোনো চিন্তা করছি না। আমাদের দেশে অনেক ভালো মানের স্পিনের বিপক্ষে খেলে থাকি আমরা। আমার মনে হয় না রশিদ খান আমাদের বাড়তি কোনো চাপ দিবে।’

স্কিল অনুশীলনের শুরু থেকে নেটে জুবায়ের হোসেন লিখনকে খেলছেন সাদমান। মূলত রশিদকে সামলাতে জাতীয় দলের নেটে নিত্যদিন বোলিং করে যাচ্ছেন লিখন। শুধু রশিদ খান নন আফগান স্কোয়াডে আছেন মোহাম্মদ নবী, কায়েস আহমেদের মতো ভালোমানের স্পিনার। মূলত ওদের স্পিন আক্রমণ সালমাতে নেটে ঘাম ঝরাচ্ছেন এ ব্যাটসম্যান।

‘ওদের স্পিন অ্যাটাক খুব ভালো। রশিদ খান, মোহাম্মাদ নবীর বোলিংয়ে বৈচিত্র্য থাকে। এ জন্য একটু স্পিন নিয়ে কাজ করেছি আর পেস বোলিং নিয়ে তো আমাদের প্রায়ই কাজ হয়।’

‘ঢাকা লিগে বা ঘরোয়া ক্রিকেটে যেখানেই খেলি সেখানে অনেক ভালো এবং উচ্চ মানের স্পিনারদের মোকাবেলা করি। আন্তর্জাতিক ক্রিকেটে একটু ভালো আক্রমণ হবে এটা ঠিক। ওদেরকে একটু দেখেশুনে খেললে সমস্যা হবে না।’

জাতীয় দলের এ ওপেনারের অভিষেক হয়েছিল ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম ইনিংসে দ্যুতি ছড়িয়ে করেছিলেন ৭৬ রান। পরবর্তীতে নিউজিল্যান্ড সফরে দুই টেস্টে চার ইনিংসে তার ব্যাট থেকে আসে ১১৭ রান। পারফরম্যান্সে ধারাবাহিকতা থাকলেও বড় ইনিংস খেলা হয়নি। আসন্ন হোম সিরিজেই সেই আক্ষেপ ঘোচাতে চান সাদমান,‘চিন্তাভাবনা থাকে বড় ইনিংস খেলার। সবসময় ওই চিন্তাই মাথায় নিয়ে খেলি। ওভাবেই ব্যাটিং শুরু করি। হয়তো আমার কোনো ঘাটতি ছিল।সামনের সুযোগে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো।’


রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়