ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নাঈমের ৭ উইকেটের পর নিষ্প্রাণ ড্র

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ৩০ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাঈমের ৭ উইকেটের পর নিষ্প্রাণ ড্র

ক্রীড়া প্রতিবেদক : ড্রই ছিল এই ম্যাচের সম্ভাব্য ফল। শেষ দিনে জয়ের একটা চেষ্টা অবশ্য চালাতে পারত বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। তবে স্বাগতিকরা হেঁটেছে নিরাপদ পথে। শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্ট ম্যাচটি তাই নিষ্প্রাণভাবেই ড্র হয়েছে। শেষ দিনে বাংলাদেশের বড় প্রাপ্তি নাঈম হাসানের ৭ উইকেট।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৬০ রানের জবাবে শ্রীলঙ্কা করেছিল ২৪৪। প্রথম ইনিংসে ১১৬ রানের লিড নেওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১০২ রান তোলার পরই ড্র মেনে নেয় দুই দল।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচের প্রথম তিন দিনে দুই দলের প্রথম ইনিংসই শেষ হয়নি। তৃতীয় দিনের ৬ উইকেটে ১৯০ রান নিয়ে শুক্রবার শেষ দিন শুরু করেছিল শ্রীলঙ্কা।

অফ স্পিনার নাঈম আগের দিনই নিয়েছিলেন ৪ উইকেট। শেষ দিনের শুরুতে নেন আরো ২ উইকেট। এরপর নবম উইকেটে ২৮ রানের একটা জুটি পায় সফরকারীরা। ১০ রানে শেষ ২ উইকেট হারিয়ে ২৪৪ রানে থামে লঙ্কানরা। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৮৫ রান করেন আশেন বান্দারা।

নাঈম ৪০ ওভার হাত ঘুরিয়ে ৯৩ রানে নেন ৭ উইকেট। ৫৯ রানে ২ উইকেট নেন পেসার শফিউল ইসলাম। ৪১ রানে একটি উইকেট নেন তানভীর ইসলাম।

প্রথম ইনিংসে একশ ছাড়ানো লিড নেওয়া বাংলাদেশ দ্রত রান তুলে শ্রীলঙ্কাকে একটা লক্ষ্য ছুড়ে দিতে পারত। তবে বাংলাদেশ হাঁটেনি সে পথে। সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম ২১ রানের উদ্বোধনী জুটি গড়তেই খেলে ফেলেন ১৬ ওভার। নাঈম ৫৪ বলে করেন ৮ রান।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত এবার উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ৩৮ বলে করেন ২৫।

এরপর ইয়াসির আলী ও আফিফ হোসেন ফেরেন দ্রতই। তখন ৬৩ রানে নেই ৪ উইকেট। এক প্রান্তে মাটি কামড়ে পড়ে থাকা সাইফ পঞ্চম উইকেটে জাকির হাসানের সঙ্গে ৩৯ রানের জুটি গড়ার পর ম্যাচ ড্র হয়ে যায়। ১১৩ বলে ৪ চার ও এক ছক্কায় ৪০ রান করেন সাইফ। ৩৭ বলে ৫ চারে ২৫ রান জাকিরের।

প্রথম ইনিংসে ১৩৩ রানের জন্য ম্যাচসেরা হয়েছেন শান্ত। আগামী মঙ্গলবার কক্সবাজারে শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ।


রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়