ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সুদিন’ ফেরাতে চট্টগ্রামে জয় চান সাকিব

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০২, ৪ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সুদিন’ ফেরাতে চট্টগ্রামে জয় চান সাকিব

চট্টগ্রাম থেকে ক্রীড়া প্রতিবেদক : ‘অস্থিরতা’ শব্দটাই শুধু ব্যবহার করেননি সাকিব। নয়তো আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে সাকিব আল হাসান যা বললেন, তাতে মনে হচ্ছে তিনিসহ পুরো দেশের ক্রিকেট অস্থিরতায় ভুগছে!

একটা জয়ের জন্য ছটফট করছে পুরো বাংলাদেশ দল। নিজেদের সেরা দল নিয়ে বিশ্বকাপে গিয়েও ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ। স্বপ্নের ডানা মেলে যেখানে উড়ার কথা, সেখানে পুরো দল ব্যর্থ।

ব্যর্থতা ঝেরে ফেলার সুযোগ এসেছিল শ্রীলঙ্কা সফরে। সেখানেও মেলেনি কোনো সুখস্মৃতি। দুঃস্মৃতি তাড়িয়ে বেড়িয়েছে সিংহের দেশে। শুধু জাতীয় দলের অবস্থা এমন বেগতিক নয়, ‘এ’ দল, হাই পারফরম্যান্স দলের ভান্ডারে নেই বলার মতো কোনো অর্জন।

এমন অস্থিরতা থেকে সুদিন ফেরাতে দরকার একটি জয়। টেস্ট অধিনায়ক সাকিব মনে করেন, একটি জয়ে অনেক কিছু স্বাভাবিক হতে পারে। সেজন্য চট্টগ্রাম টেস্ট বেছে নিয়েছেন সাকিব। যে কোনো ব্যবধানে ম্যাচটি জিততে মুখিয়ে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘শেষ কিছুদিন আমাদের ক্রিকেটে ভালো সময় কাটেনি। সবদিক থেকে। সেটা ‘এ’ দল বলেন, একাডেমি দল বলেন। অনুর্ধ্ব-১৯ দল ইংল্যান্ডে একটা ফাইনালে গিয়েছিল। এ ছাড়া কোথাও আমাদের ভালো কোনো সাফল্য নেই। সেদিক থেকে বললে এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি এ ম্যাচটি ভালোভাবে জিততে পারি অনেক কিছু স্বাভাবিক হতে শুরু করবে।’

জয়ের ব্যবধানে সাকিবের আগ্রহ নেই। আফগানিস্তানের বিপক্ষে সাকিব জয় চান সেটাই শেষ কথা, ‘জয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ। এক রানে জিতলেও জয়, ১০০ রানে জিতলেও জয়। ১ উইকেট বা ১০ উইকেটে জিতলেও জয়। জয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ।’

ব্যর্থতার বৃত্ত ভেঙে জয়ের ফানুস উড়াতে চান সাকিব। জয়ের ক্ষুধায় মগ্ন সাকিব আফগানদের হারিয়ে নতুন শুরু করতে চান। অধিনায়কের বিশ্বাস, পুরো দল এক হয়ে খেললে চট্টগ্রামে বিজয়ের পতাকা উড়াতে পারবে বাংলাদেশ।

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/৪ সেপ্টেম্বর ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়