ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের ফাইনালে রুমান সানা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের ফাইনালে রুমান সানা

ক্রীড়া প্রতিবেদক : ‘২০১৯ এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-৩ এর রিকার্ভ পুরুষ এককের ফাইনালে উঠেছেন বাংলাদেশের তারকা আর্চার মো. রুমান সানা।

ফিলিপাইনের ক্লার্ক সিটিতে টুর্নামেন্টের প্রথম দিনে ১২টি দেশের ৩৮ জন আর্চারের মধ্যে রিকার্ভ ডিভিশনে কোয়ালিফিকেশন রাউন্ডে রুমান সানা ৬৭১ স্কোর করে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক জিতেন। আজ বুধবার রিকার্ভ পুরুষ এককের মূলপর্বের ফাইনালে উঠেছেন অলিম্পিকে খেলা নিশ্চিত করা সানা।

টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ইলিমিনেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ এককে রুমান সানা ১/২৪ খেলায় বাই পান। ১/১৬ এর খেলায় মায়ানমারের থিহা টেট জ্যাকে ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন। এরপর ১/৮ এর খেলায় থাইল্যান্ডের থেপনা দেনচাইকে ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন। কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের ইয়াং হুইয়ে ঝিকে ৭-১ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন এবং সেমিফাইনালের খেলায় চীনের তা লা কে ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ফাইনালে নাম লেখান। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে ফাইনালে চীনের সাই হেংকির মুখোমুখি হবেন।

এদিকে বাংলাদেশের আরেক আর্চার মোহাম্মদ তামিমুল ইসলাম ১/১৬ খেলায় চাইনিজ তাইপের হুয়াং গুয়ান-ঝং কে ৬-৫ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে। এরপর ১/৮ খেলায় সিঙ্গাপুরের জাস্টিন উয়ি কিং এর কাছে ৬-৫ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়। আরেক আর্চার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ১/১৬ খেলায় থাইল্যান্ডের থামওং উইত্থায়া এর কাছে ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হন।

এছাড়াও রিকার্ভ মহিলা এককে ১/১৬ খেলায় বিউটি রায় মালয়েশিয়ার আব্দুল হালিল নূর আফিসাকে ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ১/৮ খেলায় চায়নার উ জিয়াক্সিনর কাছে ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে হেরে যায়।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ৯টি দলের মধ্যে বাংলাদেশ (মো. রুমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল) ১৯৫৭ স্কোর করে র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান অর্জন করেন। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ৮টি দলের মধ্যে বাংলাদেশ (মো. রুমান সানা ও বিউটি রায়) ১২৯৪ স্কোর করে চতুর্থ স্থান অর্জন করে।

আগামীকাল বৃহস্পতিবার ইলিমিনেশন রাউন্ডে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলগতভাবে ১/৮ (প্রি-কোয়ার্টার ফাইনালে) খেলায় বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের মুখোমুখি হবে। রিকার্ভ মিশ্র দলগতভাবেও বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আগামীকাল উভয় ইভেন্টে সেমিফাইনাল পর্যন্ত খেলা অনুষ্ঠিত হবে।

 

রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়