ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বোলিংয়ে আত্মবিশ্বাস খুঁজছেন আফিফ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বোলিংয়ে আত্মবিশ্বাস খুঁজছেন আফিফ

ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার আগে আজ বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে মাঠে নামেন মুশফিকুর রহিম, সাব্বির রহমান ও আফিফ হোসেনরা। অবশ্য প্রস্তুতি ম্যাচে জয় পায়নি বিসিবি একাদশ। তবে বোলিংয়ে আত্মবিশ্বাস খুঁজছেন আফিফ হোসেন।

প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে মাত্র ১০ রান করেন তিনি। বল হাতে ৩টি উইকেট নেন। আর তাতেই আত্মবিশ্বাস খুঁজছেন তিনি। ম্যাচ শেষে বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচের মাধ্যমে ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল। আরো ১০-১৫ রান বেশি করার সুযোগ ছিল। বোলিংটা ভালো করেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে। ‘এ’ দলের হয়ে বোলিংটা কম করা হচ্ছিল। এখানে সুযোগ পেয়ে কাজে লাগাতে পেরেছি। পাওয়ার প্লেতে বোলিং করেছি, উইকেট পেয়েছি। এই আত্মবিশ্বাস কাজে দেবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে বেশ কিছু ক্যাচ মিস করেছে বিসিবি একাদশের খেলোয়াড়রা। কিছু কিছু ভুলও ছিল। সেটা না করলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত বলে মনে করছেন আফিফ, ‘আমরা শুরুর দিকে কিছু চান্স মিস করেছি। কিছু ক্যাচ মিস করেছি। সেটা না হলে ম্যাচটা অন্যরকম হতে পারতো। আমাদের বোলারদের আরও ভালো বোলিং করার জায়গা ছিল।’

ব্যাটিং প্রস্তুতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, ‘শুরুটা ভালোই হয়েছিল। ১০-২০ টা রান বেশি হলে আরও ভালো হতো। এই জায়গাতে আমরা পিছিয়ে ছিলাম। এটা হলে আমাদের জন্য আরও ভালো হতো।’


রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়