ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বোলিংয়ে এক বছর নিষিদ্ধ ধনঞ্জয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১১, ২০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বোলিংয়ে এক বছর নিষিদ্ধ ধনঞ্জয়া

অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয়া।

গত আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টে প্রশ্নবিদ্ধ হয়েছিল ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন। ২৯ অগাস্ট চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। সেখানে তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে।

এর আগে ২০১৮ সালের নভেম্বরে অবৈধ অ্যাকশনের জন্য সাময়িক নিষেধাজ্ঞার পর পরীক্ষা দিয়ে বোলিংয়ের অনুমতি পেয়েছিলেন তিনি।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো বোলার দুই বছরের মধ্যে দুইবার অবৈধ অ্যাকশনের কারণে নিষিদ্ধ হলে সেই বোলার স্বয়ংক্রিয়ভাবেই এক বছরের জন্য বোলিং থেকে নিষিদ্ধ হবেন।

ধনঞ্জয়ার ক্ষেত্রেও সেটিই হয়েছে। এক বছরের নিষেধাজ্ঞার সময় শেষ হলে আবার তিনি বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে পারবেন।

ধনঞ্জয়ার এই নিষেধাজ্ঞা শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা হয়েই এসেছে। কারণ শ্রীলঙ্কা তাদের পরবর্তী পাঁচটি টেস্ট খেলবে যে এশিয়ায়।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়