ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জিম্বাবুয়ের লক্ষ্য ১৫৬

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিম্বাবুয়ের লক্ষ্য ১৫৬

জয় দিয়ে হ্যামিলটন মাসাকাদজাকে বিদায় দিতে পারবে জিম্বাবুয়ে? এজন্য তাদের করতে হবে ১৫৬ রান।

চট্টগ্রামে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান আট উইকেটে করেছে ১৫৫ রান।  টানা তিন ম্যাচ হারা জিম্বাবুয়ের জিততে চাই ১৫৬ রান। প্রথম ১০ ওভারে ৮৪ রান তুলেছিল আফগানিস্তান। কিন্তু শেষ ১০ ওভারে ৭১ রানের বেশি করতে পারেনি তারা।

বোলিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। পেসার এমপোফুরর চার উইকেটে লক্ষ্য নাগালে রেখেছে জিম্বাবুয়ে।

আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন রহমানউল্লাহ গুরবাজ।  চারটি চার, ছক্কায় ৪৭ বলে ৬১ রান করেন ডানহাতি ওপেনার।  এছাড়া হজরত উল্লাহ জাঝাই ২৪ বলে করেন ৩১ রান। উদ্বোধনী জুটিতে এ দুই ব্যাটসম্যান তোলেন ৮৩ রান।  মিডল অর্ডারে তাদের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। শেষ দিকে গুলবাদিন নাইব ১০, ফজল নাইজাই ১২ রান করেন।

এ ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলবেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। পাশাপাশি আজ মাঠেই নিজের ২১তম জন্মদিন পালন করছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।


চট্টগ্রাম/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়