ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে আর্চার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে আর্চার

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে এলেন পেসার জোফরা আর্চার।

বিশ্বকাপ জয়ী দলের এ খেলোয়াড় প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে ঢুকলেন। বাবার্ডোজে জন্ম নেওয়া আর্চারের গত মে’তে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়। অভিষেকের কিছুদিন পরই ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলেন আর্চার।  দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ডানহাতি পেসার।  পরবর্তীতে ইংল্যান্ডের হয়ে অ্যাশেজ সিরিজেও অংশ নেন আর্চার। তিন ফরম্যাটে ইংল্যান্ডের পেস অ্যাটাকের মূল ভরসা এখন আর্চার। 

২০১৯-২০ মৌসুমে ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন ১০ জন টেস্ট ক্রিকেটার, ১২ জন সীমিত পরিসরের ক্রিকেটার। এদের মধ্যে ছয় ক্রিকেটার আছেন তিন ফরম্যাটেই।  আর্চার আছেন তিন ফরম্যাটেই।

অ্যাশেজে ১০ ইনিংসে ৩৯০ রান করা রোরি বার্নস টেস্ট ক্রিকেটার হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছেন। তার সঙ্গে আছেন জো ডেনলিও।  ডেনলি অবশ্য সাদা বলের ক্রিকেটের চুক্তিতে ঢুকেছেন।  টেস্ট চুক্তি হারিয়েছেন মঈন আলী ও আলীদ রশিদ। তারা দুজনই তিন ফরম্যাটে কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন। অ্যাশেজে ব্যর্থ হওয়া জেসন রয় শুধুমাত্র সীমিত পরিসরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে আছেন। এছাড়া অ্যালেক্স হেলস ও ডেভিড উইলি ২০১৯-২০ এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন।

ইসিবির কেন্দ্রীয় চুক্তি

টেস্ট: জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার, স্যাম কুরান, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস।

ওয়ানডে/টি-টোয়েন্টি: মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, জো ডেনলি, এউইন মর‌গ্যান, আদীল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়