ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আর্সেনালের জয়ের রাতে ম্যানইউর হোঁচট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৭, ৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আর্সেনালের জয়ের রাতে ম্যানইউর হোঁচট

উয়েফা ইউরোপা লিগে স্ট্যান্ডার্ড লিয়েজের বিপক্ষে জয় পেয়েছে আর্সেনাল। তাদের সঙ্গে অ্যাপোয়েল নিকোসিয়াকে হারিয়েছে লা লিগার ক্লাব সেভিয়া। তবে একই রাতে ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়েছে এজেড আলকামারা।

অ্যামিরেটস স্টেডিয়ামে স্ট্যান্ডার্ড লিয়েজের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল। দলের জয়ে দুটি গোল পেয়েছেন মার্টিনেলি। আর্সেনাল কোচ উনাই এমরির প্রাক্তন দল সেভিয়া ১-০ গোলে জয় পেয়েছে নিকোসিয়ার বিপক্ষে। অন্যদিকে ডাচ ক্লাব এজেড আলকামারের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আর্সেনালের জার্সিতে পূর্ণ অভিষেক হয়েছে স্কটিশ লেফটব্যাক কিয়েরন টিয়েরনির। ম্যাচের ১৩ মিনিটে তার ক্রসে হেড করেই দলকে এগিয়ে নেন আরেক নতুন সাইনিং ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্টিনেলি।

মিনিট তিনেক পরই ব্যবধান দ্বিগুণ করেন তিনিই। ম্যাচের ১৬ মিনিটে ডিবক্সের ভেতর থেকে চমৎকার বাঁকানো শটে গোল করেন মার্টিনেলি। ২২ মিনিটে বেলজিয়ান প্রতিপক্ষের রক্ষণের ভুলে ডিবক্সে বল পেয়ে ব্যবধান ৩-০ করেন জো উইলক। ৫৭ মিনিটে হেডে গোল করে লিয়েজের কফিনে শেষ পেরেক ঠুকে দেন দানি সেবায়োস।

ইউরোপা লিগের 'এল' গ্রুপে ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল এমেরির দল, দুই ম্যাচেই রাখল ক্লিনশিট। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে স্ট্যান্ডার্ড লিয়েজ।

 

ঢাকা/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়