ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্লাবের ব্যর্থতায় বরখাস্ত এসি মিলান কোচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৩, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্লাবের ব্যর্থতায় বরখাস্ত এসি মিলান কোচ

ঘরোয়া লিগ থেকে শুরু করে ক্লাব ফুটবলের সব প্রতিযোগিতায় এবার মৌসুমের শুরু থেকে ব্যর্থ এসি মিলান।  সিরি’আতে প্রথম সাত ম্যাচের ৪টিতে হেরেছে ক্লাবটি। গত ৮০ বছরের মধ্যে লিগে যা তাদের বাজে শুরু। এমন ব্যর্থতার পর এবার বরখাস্ত হয়েছেন এসি মিলান কোচ মার্কো জামপাওলো।

ইউরোপের অন্যতম সেরা ক্লাব এসি মিলানে জামপাওলো চাকরি পেয়েছিলেন এই মৌসুমের শুরু দিকে। দায়িত্ব পাওয়ার চার মাসের মধ্যে চাকরি হারাতে হলো তাকে। টানা ব্যর্থতার দায়ে ইতালিয়ান বংশোদ্ভূত সুইস এই কোচকে ছাঁটাই করেছে সিরি’আ ক্লাবটি।

ইতালির শীর্ষ লিগে প্রথম সাত রাউন্ডে চারটিতে হারের পর মঙ্গলবার ৫২ বছর বয়সী এই কোচকে বরখাস্ত করে দেশটির অন্যতম সফল ক্লাবটি।

গত জুনে মিলানের দায়িত্ব নেওয়া জামপাওলোর সঙ্গে ২০২১ সালের জুন পর্যন্ত চুক্তি ছিল মিলানের। তাকে যখন বরখাস্ত করা হয় সাত ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ত্রয়োদশ স্থানে নেমে গেছে এসি মিলান।


ঢাকা/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়