ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নিজেদের নিয়েই উদ্বিগ্ন কাতার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিজেদের নিয়েই উদ্বিগ্ন কাতার

এশিয়ার সেরা দল কাতার। র‌্যাঙ্কিংয়েও তারা বেশ ভালো অবস্থানে রয়েছে। গেল কয়েক বছরে তারা নিজেদের বেশ এগিয়ে নিয়েছে ফুটবলে। তারপরও বাংলাদেশের বিপক্ষের ম্যাচে নিজেদের নিয়েই উদ্বিগ্ন কাতার কোচ। সে কারণে প্রতিপক্ষকে নিয়ে ভাবার সময় পাচ্ছেন না তিনি। সবশেষ ম্যাচের পর এখনো রিকভারি সেশনের মধ্য দিয়ে যাচ্ছেন তারা। বাংলাদেশের বিপক্ষের ম্যাচ খেলতে আজ বুধবার রাত আড়াইটায় তারা ঢাকায় এসেছে। সন্ধ্যা ৭টায় করেছে অনুশীলন।

বাংলাদেশের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কাতারের কোচ ফেলিক্স সানচেজ বলেছেন, ‘আমরা আমাদের খেলোয়াড়দের রিকভারি সেশনের মধ্য দিয়ে নিচ্ছি। আজ সন্ধ্যায় আমাদের শেষ সেশন হবে (হয়েছে)। বাংলাদেশের আবহাওয়া বেশ ভালো। কন্ডিশনও বেশ ভালো। আমরা আমাদের ম্যাচে ফোকাস করছি। আমরা আমাদের নিয়েই উদ্বিগ্ন। অন্যদের নিয়ে ভাবার সময় নেই আমাদের। তাছাড়া বর্তমানে এশিয়ার সবগুলো দলই ভালো করছে। বাংলাদেশও ব্যতিক্রম নয়।’

ফিফা র‌্যাঙ্কিংয়ে কাতার রয়েছে ৬২তম অস্থানে। বাংলাদেশ ১৮৭। তবে র‌্যাঙ্কিং নিয়ে ভাবছেন না সানচেজ। তার কাছে র‌্যাঙ্কিং কেবল সংখ্যা ও নাম, ‘আসলে র‌্যাঙ্কিং একটা সংখ্যা ও নাম মাত্র। মূল পারফরম্যান্স মাঠে দেখা যায়। র‌্যাঙ্কিং নিয়ে আমরা উচ্ছ্বসিত নই। আমরা মাঠে খেলতে চাই। এই ম্যাচে মনোযোগী হতে চাই।’

বাংলাদেশের শক্তিশালী দিক সেট পিচ। ভুটানের বিপক্ষের দুটি প্রীতি ম্যাচে বাংলাদেশ সেটা পিচে বেশ ভালো করেছে। রায়হান হাসানের লম্বা থ্রো যেকোনো প্রতিপক্ষকে ভোগাতে পারে। সে বিষয়ে অবশ্য সচেতন কাতারের কোচ, ‘সেট পিচে বাংলাদেশ খুবই শক্তিশালী। আমরা তাদের সবশেষ ভুটানের বিপক্ষের ম্যাচটি দেখেছি। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তাদের সুযোগ দেওয়া যাবে না।’

ভারতের বিপক্ষের ম্যাচে কাতার ১২৯টি গোলের সুযোগ তৈরি করেও জালের নাগাল পায়নি। সেটা নিয়ে অবশ্য আক্ষেপ নেই কাতারের কোচের। তার মধ্যে এগুলো খেলার অংশ এবং ভারতের বিপক্ষের ম্যাচের পর তারা উন্নতি করার নতুন কিছু খুঁজে পেয়েছেন, ‘আসলে ফুটবলে সবদিন একরকম যায় না। ভারতের বিপক্ষে আমরা ভালো ফুটবল খেলেও জয় পাইনি। ফুটবলে যেকোনো কিছু হতে পারে। তবে ওই ম্যাচের পর আমরা বুঝতে পেরেছি আমাদের আরো উন্নতি করতে হবে। আমাদের আরো কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে।’

বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়ার প্রশংসা করে তিনি বলেছেন, ‘তাকে আমি অনেক দিন ধরেই চিনি। সে খুবই ভালো খেলোয়াড়। সে পুরো বাংলাদেশ দলটাকে বেশ উজ্জীবিত করছে।’

ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচের আগে মুষলধারে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি থামার পর ভেজা মাঠেই খেলেছিল বাংলাদেশ-ভুটান। ওই ম্যাচে ভুটান তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ তাদের হারিয়ে দিয়েছিল ৪-১ ব্যবধানে। কাতারের কোচ বলেছেন বৃষ্টির উপর কারো হাত নেই। আর এমন মাঠে তারাও খেলে অভ্যস্ত নয়। তবে বৃষ্টি হলে সেই পরিস্থিতিতে নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবে।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়