ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শীর্ষেই আছে ইসফট এরিনা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শীর্ষেই আছে ইসফট এরিনা

‘ওয়ালটন এয়ারকন্ডিশনার দ্বিতীয় বিভাগ দাবা লিগ-২০১৯’ এর সপ্তম রাউন্ডের খেলা আজ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়।

সাত রাউন্ডের খেলা শেষে ইসফট এরিনা চেস ক্লাব (জুনিয়র) ১৩ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। মর্নিং গ্লোরি চেস ক্লাব কুষ্টিয়া-এ এবং বাংলাদেশ পুলিশ প্রাইম চেস ১১ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (ধানমন্ডি) ১০ পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। মর্নিং গ্লোরি চেস ক্লাব কুষ্টিয়া-বি, বাংলাদেশ পুলিশ চেস ক্লাব, আসাদ চেস ক্লাব ও গেন্ডারিয়া চেস ক্লাব ৯ পয়েন্টে করে নিয়ে মিলিতভাবে চতুর্থ স্থানে রয়েছে।

আজ সপ্তম রাউন্ডের খেলায় ইসফট এরিনা চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশ চেস ক্লাবকে, বাংলাদেশ পুলিশ প্রাইম চেস গেম ৩.৫-০.৫ গেম পয়েন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব (ইউনিকর্ন)-কে, আসাদ চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব (ম্যাকাও)-কে, গেন্ডারিয়া ফ্রন্ডস চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে ম্যাননা’স ক্যাসলকে, গোয়ালন্দ চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবকে, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (উত্তরা) ২.৫-১.৫ গেম পয়েন্টে ডিপিএস-এসটিএস স্কুল চেস টিম (রেড)-কে, সোনারগাঁও চেস ক্লাব-এ ৩.৫-০.৫ গেম পয়েন্টে তিতাস ক্লাবকে, মাসুদ স্পোর্টস চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে ডিপিএস-এসটিএস স্কুল চেস টিম (গ্রিন)-কে, লার্নিং চেস একাডেমি ২.৫-১.৫ গেম পয়েন্টে রাশেদ মেমোরিয়াল চেস টিমকে, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (গ্রিন) ৪-০ গেম পয়েন্টে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সটি টিম-২-কে ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (টাইগার) ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ শিশু একাডেমিকে পরাজিত করে।

এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (ধানমন্ডি) ২-২ গেম পয়েন্টে মর্নিং গ্লোরি চেস ক্লাব কুষ্টিয়া-এ এর সাথে, মর্নিং গ্লোরি চেস ক্লাব কুষ্টিয়া-বি- ২-২ গেম পয়েন্টে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে এবং দেবনএয়ার চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে ৬৪ স্কয়ার চেস ক্লাবের সাথে ড্র করে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সটি টিম-১ এ রাউন্ডে বাই পায়।

আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে একই স্থানে অষ্টম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে। 

৮ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতা আগামীকাল শেষ হবে।

চারজন নিয়মিত ও দুই জন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে গঠিত ৩০টি দল এবারের ওয়ালটন এয়ারকন্ডিশনার দ্বিতীয় বিভাগ দাবা লিগে অংশ নিয়েছে। প্রতিযোগিতায় শীর্ষস্থান প্রাপ্ত ২টি দল আগামী ২০২০ সালের প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে। বিজয়ী তিনটি দলকে নগদ ৫০ হাজার টাকার অর্থ পুরস্কার, ওয়ালটন সামগ্রী, ট্রফি ও মেডেল দেওয়া হবে।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পেপার রাইজিংবিডি.কম।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়