ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল শ্রীলঙ্কা

ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের ব্যর্থতার ষোলোকলা পূর্ণ হলো। তৃতীয় ও শেষ ম্যাচেও পেল না কাঙ্ক্ষিত জয়। শ্রীলঙ্কার কাছে ১৩ রানে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল সরফরাজ আহমেদের দল।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল পাকিস্তান এই ফরম্যাটে প্রথমবারের মতো কোনো সিরিজ ৩-০ তে হোয়াইটওয়াশ হলো। অন্যদিকে শ্রীলঙ্কা এই প্রথম কোনো টি-টোয়েন্টি সিরিজ ৩-০ তে জিতল।

নিরাপত্তাঝুঁকিতে লাসিথ মালিঙ্গাসহ অনেক শীর্ষ ক্রিকেটারকে ছাড়াই পাকিস্তান সফরে গেছে শ্রীলঙ্কা। প্রায় দ্বিতীয় সারির একটি দল নিয়ে পাকিস্তান গিয়ে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে চমক দেখাল তারা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৭ রান করেছিল শ্রীলঙ্কা। পাঁচ নম্বরে নেমে ৪৮ বলে ৮ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৭৮ রানে অপরাজিত ছিলেন ওশাদা ফার্নান্দো। আর কেউ অবশ্য ১৫ পার করতে পারেননি।

চার ওভারে ২৭ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ আমির। ইমাদ ওয়াসিম ও ওয়াহাব রিয়াজ নেন একটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় হ্যারিস সোহেলের ফিফটির (৫২) পরও পেরে ওঠেনি পাকিস্তান। ৬ উইকেটে করতে পারে ১৩৪ রান। শেষ ওভারে ২৮ রানের প্রয়োজনে ১৪ রানের বেশি নিতে পারেনি তারা।

চার ওভারে ২১ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা। লাহিরু কুমারা ২৪ রানে নেন ২ উইকেট।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়