ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আজহার-টেন্ডুলকার-শেবাগের পাশে মায়াঙ্ক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজহার-টেন্ডুলকার-শেবাগের পাশে মায়াঙ্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ ফর্মে আছেন মায়াঙ্ক আগারওয়াল।

ভারত ওপেনার বিশাখাপত্তনমে সিরিজের প্রথম টেস্টে করেছিলেন ডাবল সেঞ্চুরি। নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই রূপ দিয়েছিলেন ডাবলে।

পুনেতে বৃহস্পতিবার শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছেন মায়াঙ্ক। ডানহাতি ব্যাটসম্যান ১৯৫ বলে ১৬ চার ও ২ ছক্কায় করেছেন ১০৮ রান।

তৃতীয় ভারতীয় ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে একাধিক সেঞ্চুরি করলেন মায়াঙ্ক। ২০১০ সালে দেশের মাটিতে সিরিজে এই কীর্তি গড়েছিলেন বীরেন্দর শেবাগ। কদিন আগে বিশাখাপত্তনমে জোড়া সেঞ্চুরি করে শেবাগের পাশে বসেন রোহিত শর্মা।

এ ছাড়া চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরপর দুই টেস্টে সেঞ্চুরি করলেন মায়াঙ্ক। তার আগে এই কীর্তি গড়েছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার ও শেবাগ।

১৯৯৬ সালে প্রথম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়েন আজহার। কলকাতায় ১০৯ রানের পর কানপুরে পরের টেস্টে করেন অপরাজিত ১৬৩ রান।

২০১০ সালে টেন্ডুলকার নাগপুরে ১০০ রানের পর কলকাতায় করেন ১০৬ রান। প্রোটিয়াদের বিপক্ষে নিজের পরের টেস্টেও সেঞ্চুরি করেছিলেন তিনি, সেঞ্চুরিয়নে অপরাজিত ১১১।

২০১০ সালের সেই সিরিজে টেন্ডলকারের মতো নাগপুর ও কলকাতায় সেঞ্চুরি করেছিলেন শেবাগও। নাগপুরে ১০৯ রানের পর কলকাতায় খেলেন ১৬৫ রানের ইনিংস।



ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়