ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিসিসিআইয়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা ফেরাতে চাই: গাঙ্গুলী

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ১৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিসিসিআইয়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা ফেরাতে চাই: গাঙ্গুলী

ভারতের ক্রিকেটের ব্র্যান্ড পাল্টে দেওয়া সৌরভ গাঙ্গুলি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পরবর্তী সভাপতি হতে চলছেন।

আজ রাতেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। তবে তাকে ঘিরে উৎসব শুরু হয়েছে গতকাল থেকেই। ভারতীয় গণমাধ্যমগুলো গাঙ্গুলিকে নিয়ে খবর প্রকাশ করছে প্রতি ঘন্টায় ঘন্টায়। রোববার বোর্ড সভায় সভাপতির মনোনয়নের ইস্যু নাটকীয় মোড় নেয়। এতদিন শ্রীনিবাসনের ঘনিষ্ঠ ব্রিজেশ প্যাটেলকে এগিয়ে রাখা হচ্ছিল। কিন্তু বোর্ড সভায় গাঙ্গুলির নাম প্রস্তাব করেন সবাই। এরপর সভাপতি পদে মনোনয়ন জমা দেন ‘প্রিন্স অব কলকাতা’। এখনও পর্যন্ত যা খবর, কোনও প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়তে হচ্ছে না গাঙ্গুলিকে। তাতে ধারণা করা হচ্ছে বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন গাঙ্গুলি।

নতুন এ দায়িত্বকে নতুন চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আনন্দবাজারকে গাঙ্গুলি সোজাসুজি বলেছেন,‘বোর্ডের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই সময়ে প্রেসিডেন্ট হতে পারায় খুশি। কিছু করার জন্য দারুণ সুযোগ পেয়েছি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হোক বা অন্য ভাবেই হোক, এটা মস্ত বড় দায়িত্ব। কারণ, বিসিসিআই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় সংস্থা। ভারত হল ক্রিকেটের পাওয়ারহাউস। এই দায়িত্ব তাই রীতিমতো চ্যালেঞ্জিং।’

ক্রিকেট ছাড়ার পর সংগঠক হিসেবে ব্যাপক খ্যাতি লাভ করেন গাঙ্গুলি। সিবিএর সভাপতি হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। বিভিন্ন সময়ে বিসিসিআইয়ের সভাপতি হতে আগ্রহ দেখিয়েছেন তিনি। এবার সেই স্বপ্ন পূরণ হতে চলছে ভারতের ক্রিকেটের সূর্য সন্তানের। ৪৭ বছর বয়সি গাঙ্গুলি ভারতের অধিনায়ক হওয়ার পর দলটির ক্রিকেট ব্র্যান্ড পাল্টে দেন। এবার বিসিসিআইয়ের দায়িত্ব নিয়ে নতুন চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায়।



ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়